শুক্রবার থেকে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যদের ভিড়। মুর্শিদাবাদে (Murshidabad) সাম্প্রদায়িক অশান্তিতে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের মধ্যে অনেকেই মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকালে সেই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। তারপর দুপুরের দিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল হাজির হয় মালদায়। মুর্শিদাবাদের ঘটনায় একাধিক শিশু ও মহিলার ওপরে অত্যাচার হয়। তাঁদের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা।

মালদাতে মানবাধিকার ও মহিলা কমিশনের সদস্যরা

সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ান থেকে কমপক্ষে ৪০০টি পরিবার ঘরছাড়া হয়ে বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে কয়েকটি পরিবার অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হতেই বাড়ি চলে গিয়েছেন। তবে এখনও অনেকেই এই স্কুলে আশ্রয় নিচ্ছেন। তবে তাঁদের অভিযোগ, পুলিশ এসে তাঁদের এলাকায় ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশেষ করে যখন মানবাধিকার কমিশন বা মহিলা কমিশনের সদস্যরা আসছে, তার আগে।

দিল্লিতে গিয়ে রিপোর্ট পেশ করবে কমিশন

গতকাল রাতেই কলকাতা এসেছিলেন মহিলা কমিশনের সদস্যরা। আজ সকালে কলকাতা থেকে গাড়িতে করে যান তাঁরা। অন্যদিকে, মানবাধিকার কমিশনে সদস্যরা আজ সকালেই বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা পৌঁছেছিলেন। সূূত্রের খবর, গোটা পরিস্থিতি নিয়ে দিল্লিতে গিয়ে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করবে মানবাধিকার ও মহিলা কমিশনের তদন্ত কমিটির সদস্যরা।