রমজান মাসের শেষে দশম ইসলাম মাস শাওয়াল (Shawwal) মাসের ১ তারিখে পালিত হয় ঈদ -উল-ফিতর (Eid ul Fitr)। একে ঈদ-আল-ফিতরও বলা হয়। উপবাস ও প্রার্থনার মাসই রমজান (Ramzan) মাস। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে। তার সময়, তারিখ বিভিন্ন দেশে আলাদা আলাদা হয়। গতকাল মধ্য প্রাচ্যে এবছরের ঈদ-উল-ফিতর পালন হলেও ভারতে ঈদ পালিত হবে আজ (৩১ মার্চ)

ঈদের দিনে সকালে প্রথম আনুষ্ঠানিকতা হল নতুন জামা-কাপড় পরে নামাজ পড়তে যাওয়া। ঈদের নামাজ সবার জন্য। নামাজের পর সবাই একসঙ্গে দেখা করে। ঈদের দিনে সালামি (গুরুজন প্রদত্ত অর্থ) গ্রহণ করা প্রায় সব দেশেই রীতি রয়েছে। তবে এর ধর্মীয় কোন বাধ্যবাধকতা বা রীতি নেই। ঈদের দিনে সেমাই সবচেয়ে প্রচলিত খাবার এবং বিশেষ আরও অনেক ধরনের খাবার ধনী-গরিব সকলের ঘরে তৈরি করা হয়।

আজ সকাল থেকে উৎসবে মেতে ওঠার আগে আপনার প্রিয়জনদের জন্য লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে ঈদের শুভেচ্ছাপত্র। এগুলি শেয়ার করে নিন আর প্রিয়জনদের সঙ্গে ঈদ পালন করুন ভার্চুয়ালি।