
হরিতকিকে ঔষধের রাজা বলা হয়। আর্য়ূবেদ শাস্ত্রে এর ব্যবহার অনেক। চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আরো অনেক উপকারিতা আছে।
হরিতকি হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। যাদের হজমের সমস্যা তারা হরিতকি খেলে উপকার পাবেন। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। হরিতকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্নায়বিক দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে।
হরিতকি ত্বক ও চুলের জন্য দারুন উপকারি। ব্রণ, আলসার এবং ত্বকের অ্যালার্জি দূর করতে সাহায্য করে। এছাড়াও, এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে। হরিতকি হার্টের কার্যকারিতা উন্নত করে। স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।
হরিতকির ব্যবহার বিভিন্নভাবে করা যেতে পারে। এটি সরাসরি চূর্ণ করে বা পেস্ট তৈরি করে ব্যবহার করা যেতে পারে। রাতে ১ চামচ ১ গ্লাস জলে ভিজিয়ে সকালে ছেকে নিয়ে ঐ জল খেতে হবে। এছাড়াও, হরিতকি বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধের উপাদান হিসেবে ব্যবহৃত হয়।