Puri Rath Yatra (Photo Credit: IANS/X)

Rath Yatra 2025:  পুরীর জগন্নাথ মন্দিরে (Puri) সবে সবে সম্পন্ন হয়েছে স্নান যাত্রার অনুষ্ঠান। স্নান যাত্রার অনুষ্ঠান শেষের পর আপাতত জগন্নাথদেবের (Lord Jagannath Dev) মুখ দর্শন বন্ধ। ১৫ দিন ধরে জগন্নাথদেব দর্শন করতে পারেন না। ফলে স্নান যাত্রার ১৫ দিন পর পুরীর রথ যাত্রা সম্পন্ন হবে। ওই রথ যাত্রার দিনই লক্ষ লক্ষ পূণ্যার্থী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে দর্শন করবেন। প্রসঙ্গত আগামী ২৭ জুন রথ যাত্রার (Jagannath Dev's Rath Yatra 2025) উৎসব। ওইদিন পুরীতে হাজির হন কয়েক লক্ষ দর্শনার্থী।

আরও পড়ুন: Jagannath Dev's Snana Yatra 2025: স্নান পূর্ণিমায় জগন্নাথদেবের স্নান যাত্রার উৎসব সম্পন্ন, কী এই অনুষ্ঠানের বৈশিষ্ট দেখুন

শুনুন কী বলা হল জগন্নাথদেবের অসুস্থতা নিয়ে...

 

পুরীর মন্দিরের পুরোহিতরা জানান, স্নান যাত্রার ১৫ দিন পর ফুলুরি তেল দিয়ে জগন্নাথদেবস বলভদ্র এবং সুভদ্রার মূর্তিতে মালিশের পর স্নান করানো হয়। তারপরই তাঁদের শরীর সুস্থ হয় বলে কথিত রয়েছে। জগন্নাথদেব সুস্থ হওয়ার পর সম্পন্ন হয় রথযাত্রা। পুরীর পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও দিঘাতেও সম্পন্ন হবে রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর এই প্রথম সেখানে রথ যাত্রা সম্পন্ন হবে।