Snana Yatra (Photo Credit: Latestly)

পুরী, ১১ জুন: পুরীতে (Puri) ধুমধাম করে চলছে জগন্নাথদেবের (Jagannath Dev) স্নান যাত্রার (Jagannath Dev's Snana Yatra 2025) উৎসব। এই স্নান যাত্রায় জগন্নাথ মহাপ্রভুকে ১০৮টি কলসের সুগন্ধী জলে স্নান করানো  হয়। মন্দির চত্ত্বরে যে সোনার কুঁয়ো রয়েছে, সেখান থেকে তোলা হয় মহাপ্রভুর স্নানের জল। তারপর সেই জলে আরও সামগ্রী মিশিয়ে তবেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে স্নান করানো হয় এই স্নান যাত্রার অনুষ্ঠানে।

১১ জুন জগন্নাথদেবের স্নান পূর্ণিমা। স্নান পূর্ণিমা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে। শেষ হওয়ার কথা দুপুর ১টা ১৩ মিনিটে।

আরও পড়ুন: Jagannath Dev's Snana Yatra 2025 Images and Videos: রথযাত্রার ঢাকে কাঠি; চলছে জগন্নাথদেবের স্নান যাত্রা, ১০৮ কলসের সুগন্ধী জলে স্নান করবেন মহাপ্রভু

জগন্নাথদেবেরস্নান যাত্রার বৈশিষ্ট

হিন্দু ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসে জগন্নাথদেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। রথ যাত্রার আগে এই দিন প্রপথম মহাপ্রভুর দর্শন পান ভক্তরা। পুরীর (Puri Jagannath Temple) জগন্নাথ মন্দির চত্ত্বেরই সম্পন্ন হয় এই স্নান যাত্রার নানাবিধ অনুষ্ঠান।

স্নান যাত্রার দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পাশাপাশি মদনমোহনকেও পুরীর জগন্নাথ মন্দির থেকে বের করে আনা হয় মন্দির চত্ত্বরে। তারপর নানা আচার এবং নিয়মের পর মহাপ্রভুকে স্নানের বেদীতে নিয়ে যান পুরোহিতরা।

মনে করা হয়, স্নান যাত্রার অনুষ্ঠানর পর মহাপ্রভু, বলভদ্র, সুভদ্রা অসুস্থ  হয়ে পড়েন। তাই তাঁদের কিছুদিন অসুস্থ কক্ষে রাখা হয়। এই সময় জগন্নাথদেবের দেখা পান না তাঁর কোনও ভক্ত। জুন বা জুলাই মাসে স্নানযাত্রার পর যখন দেবতারা অসুস্থ হন বলে ধারণা করা হয়, সেই সময় ভগবানের দর্শন কেউ পান না। প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করেই এই সমস্ত আচার আচরণ পালন করা হয়।

রথ যাত্রার উৎসব এবার পড়েছে ২৭ জুন। তার আগে স্নান যাত্রার মাধ্যমেই রথ যাত্রার সূচনা আজ হয়েই গেল বলে মনে করা হয়।