Snan Yatra (Photo Credit: IANS/X)

স্নান পূর্ণিমার শুভ সময়ে শুরু হল জগন্নাথদেবের স্নান যাত্রা ( Jagannath Dev's Snana Yatra 2025)। বুধবার চলছে জগন্নাথদেবের স্নান যাত্রার কাজ কর্ম। এই দিন থেকেই রথ যাত্রার বিপুল অনুষ্ঠানের মূত্রপাত বলে মনে করা হয়। ১১ জুন স্নান পূর্ণিমা বা স্নান যাত্রায় সম্পন্ন হয় এই অনুষ্ঠান। যেখানে বহু মানুষের সমাগম হয়। এই স্নান পূর্ণিমা থেকে যেহেতু রথ যাত্রার শুরু হয়, তাই মানুষের ঢল নামতে শুরু করে পুরীতে। ওড়িশার সৈকত শহরে মানুষে মানুষে ছয়লাপ হয়ে যায়। এই দিনে ১০৮টি কলসের জল থেকে জগন্নাথদেবকে স্নান করানো হয়। মন্দির চত্ত্বরে যে সোনার কুঁয়ো রয়েছে, সেখান থেকে তোলা হয় জল। এরপর সেই জল ১০৮টি কলসে ভরে স্নান করানো জগন্নাথ প্রভুকে। জগন্নাথদেবে পাশাপাশি বলভদ্র এবং সুভদ্রাকেও স্নান করানো হয় এই দিনে। জগন্নাথদেবের স্নান যাত্রায় ১১ জুন কয়েক হাজার মানুষ পুরীতে হাজির হয়েছেন।

দেখুন জগন্নাথদেবের স্নান যাত্রার ভিডিয়ো...

 

কয়েক হাজার মানুষ হাজির হয়েছেন আজ পুরীতে...

 

সেজে উঠেছে গোটা পুরী। জানা যায়, ১০৮টি কলসের সুগন্ধী জল দিয়েই আজ জগন্নাথদেবকে স্নান করানো হবে...