
স্নান পূর্ণিমার শুভ সময়ে শুরু হল জগন্নাথদেবের স্নান যাত্রা ( Jagannath Dev's Snana Yatra 2025)। বুধবার চলছে জগন্নাথদেবের স্নান যাত্রার কাজ কর্ম। এই দিন থেকেই রথ যাত্রার বিপুল অনুষ্ঠানের মূত্রপাত বলে মনে করা হয়। ১১ জুন স্নান পূর্ণিমা বা স্নান যাত্রায় সম্পন্ন হয় এই অনুষ্ঠান। যেখানে বহু মানুষের সমাগম হয়। এই স্নান পূর্ণিমা থেকে যেহেতু রথ যাত্রার শুরু হয়, তাই মানুষের ঢল নামতে শুরু করে পুরীতে। ওড়িশার সৈকত শহরে মানুষে মানুষে ছয়লাপ হয়ে যায়। এই দিনে ১০৮টি কলসের জল থেকে জগন্নাথদেবকে স্নান করানো হয়। মন্দির চত্ত্বরে যে সোনার কুঁয়ো রয়েছে, সেখান থেকে তোলা হয় জল। এরপর সেই জল ১০৮টি কলসে ভরে স্নান করানো জগন্নাথ প্রভুকে। জগন্নাথদেবে পাশাপাশি বলভদ্র এবং সুভদ্রাকেও স্নান করানো হয় এই দিনে। জগন্নাথদেবের স্নান যাত্রায় ১১ জুন কয়েক হাজার মানুষ পুরীতে হাজির হয়েছেন।
দেখুন জগন্নাথদেবের স্নান যাত্রার ভিডিয়ো...
Puri, Odisha: On the occasion of Snan Purnima, special rituals are underway at Jagannath Temple as Lord Jagannath, Devi Subhadra and Lord Balabhadra are bathed with 108 pots of sacred water. Thousands of devotees gather to witness the Gajanana Besha, the divine elephant attire of… pic.twitter.com/Zhu6LXIjVt
— IANS (@ians_india) June 11, 2025
কয়েক হাজার মানুষ হাজির হয়েছেন আজ পুরীতে...
Puri, Odisha: Professor and classical dancer Chittaranjan Sahani performed Odissi in front of Lord Jagannath near the Jagannath Temple. Describing the experience as a divine connection, he said performing before the Lord felt like the union of soul and Supreme pic.twitter.com/9KlS6fgxm7
— IANS (@ians_india) June 11, 2025
সেজে উঠেছে গোটা পুরী। জানা যায়, ১০৮টি কলসের সুগন্ধী জল দিয়েই আজ জগন্নাথদেবকে স্নান করানো হবে...
#ସ୍ନାନବେଦୀରେ_ଚତୁର୍ଦ୍ଧା_ମୂର୍ତ୍ତି
ଆଜି ମହାପ୍ରଭୁଙ୍କ ପବିତ୍ର ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା । ସ୍ନାନବେଦୀରେ ବିଜେ ହେଲେ ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତି । ୧୦୮ ଗରା ସୁବାସିତ ଜଳରେ ସ୍ନାନ କରିବେ ମହାପ୍ରଭୁ । ଦିବ୍ୟ ସ୍ନାନ ଦର୍ଶନ ପାଇଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଭକ୍ତଙ୍କ ଭିଡ଼ ।#SnanaYatra2025 #LordJagannath #Puri #OTV #SnanaJatra pic.twitter.com/aNSf4EDBbI
— ଓଟିଭି (@otvkhabar) June 11, 2025