Dilip Ghosh (Photo Credits: ANI)

কলকাতা, ১৮ এপ্রিল: ৬০ পেরিয়ে বিয়ে করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Wedding)। বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ। রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের বিয়ে নিয়ে জল্পনার অন্ত নেই। রিঙ্কু মজুমদার কী শাড়ি পরছেন, কীভাবে সাজগোজ করছেন, সবকিছু নিয়েই মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। এবার দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়েতে কারা কারা আমন্ত্রিত, কী কী খাবার থাকছে, তা নিয়েও মানুষের আগ্রহের অন্ত নেই।

জানা যাচ্ছে, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের (BJP Leader Rinku Majumdar) বিয়েতে ৩০ জন বা তার বেশি অতিথি থাকতে পারেন। বিয়েতে মাংস বা বিরিয়ানি নয়। একেবারেই বাঙালি খাবারের মেন্যু থাকবে। দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদারের বিয়েতে সাদা ভাত,ডাল, মাছ, চাটনি, মিষ্টি এসবই থাকছে বলে খবর। যদিও বিয়ের অনুষ্ঠান বা খাবারের মেন্যু নিয়ে দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদারের তরফে কোনও রকম মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: Dilip Ghosh Wedding: 'ঠোঁটকাটা' দিলীপের 'বোল্ডনেসই' তাঁর পছন্দ, বিয়ের আগে জানালেন বিজেপি নেতার হবু স্ত্রী রিঙকু

প্রাতঃভ্রমণে বেরিয়েই দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের পরিচয় হয় বলে জানা যায়। রিঙ্কু মজুমদারের এক ছেলে রয়েছেন। কিন্তু তাতে কোনও বাধা আসেনি। আর তাইতো ঠোঁটকাটা, দাবাং দিলীপ ঘোষকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসছেন বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার।

প্রসঙ্গত দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপহার বহন করে ফুল, মিষ্টি পৌঁছে যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বাসভবনে।