নতুন বছরের প্রথম দিনে মুখের কালচে দাগ দূর করুন সহজ উপায়ে। বছরের প্রথম দিনটিতে সবাই উজ্জ্বল থাকতে চায়। তবে উজ্জ্বল, সুস্থ ত্বক অর্জনের জন্য সবসময় ব্যয়বহুল চিকিৎসা বা পণ্যের প্রয়োজন হয় না। অনেক প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে দিতে পারে। এই ঘরোয়া টোটকা গুলি প্রয়োগ করলে ত্বককে পুষ্টি জোগাবে এবং ত্বককে পুনরুজ্জীবিত কররে।

পেঁপে আর ডিমের মাস্ক: পেঁপে আর ডিম একসঙ্গে ব্যবহার করুন। ত্বকের কালচে সব দূর করতে সাহায্য করবে। তার সঙ্গে আসবে উজ্জ্বল ভাব। ডিমের প্রোটিন ত্বককে টানটান রাখবে। এর সঙ্গে দই যোগ করতে পারেন। স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে।

কিভাবে তৈরি করবেন এই মাস্ক: পেপের রস ২ চামচ, দই ২ চামচ, আমন্ড অয়েল ৩ চামচ, অ্যাপেল সিডার ভিনিগার ৪ চামচ, একটি ডিমের সাদা অংশ, সামান্য গ্লিসারিন। এবার গ্লিসারিন আর ডিম ছাড়া বাকি সবকটি উপকরণ একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। যে পেস্ট তৈরি হবে ফ্রিজে ২ রেখে বের করুন। তারপর তাতে গ্লিসারিন আর ডিমের সাদা মিশিয়ে নিতে হবে। হালকা মেসেজ করে মুখে মাখতে হবে এই মাস্ক। ২০ মিনিট রেখে জলে দিয়ে ধুয়ে নিন।

মধু আর লেবুর রসের প্যাক: মধু আর লেবুর প্যাক ব্যবহার করলেও খুব দ্রুত মুখের কালচে ছোপ দূর হতে যাবে।লেবুর রস মুখ পরিষ্কার করে, ডিটক্সিফাই করে সেটা তো আমরা সবাই জানি। সঙ্গে মধু খুব সুন্দর ভাবে মুখের ময়েশ্চার ধরে রাখে। তাই এই মাস্ক কিন্তু খুব কার্যকরী। ২ চামচ মধু ও ২ চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখতে হবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর মুখ দেখবেন অনেক ঝকঝকে লাগবে। সপ্তাহে তিন দিন এটা করা যায়।