The Kailash Mansarovar Yatra: চিনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের বরফ গলছে। আর এরই মধ্যে দীর্ঘ পাঁচ বছর পর কৈলাস-মাস সরোবর যাত্রা শুরুর প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, মানস সরোবর যাত্রা নিয়ে পাবলিক নোটিশ জারি হতে চলেছে। জোর কদমে চলছে মানসরোবর যাত্রার প্রস্তুতি। করোনা কালে ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল এই তীর্থযাত্রা। এরপর অরুণাচল প্রদেশ ও লাদাখে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রতিরোধে দু'দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এর ফলে কোভিড পরবর্তী দুনিয়ায় নাকি সব কিছু স্বাভাবিক হলেও কৈলাসে মানসরোবর তীর্থযাত্রা চালু হয়নি। কিন্তু গত অক্টোবর থেকে উচ্চ পর্যায়ের বৈঠকের ভারত ও চিন পুনরায় মানসসোরব যাত্রা চালু করার ব্যাপারে ঐক্যমত হয়।

প্রসঙ্গত, কৈলাস পর্বত ও তিব্বতে অবস্থিত মানস সরোবরের হৃদ, গৌরীকুন্ড সহ নানা সুন্দর-দুর্গম প্রাকৃতিক অবস্থানের মধ্য দিয়ে দুঃসাহসিক এবং আধ্যাত্মিক যাত্রাকে বলা হয় কৈলাস মানসরোবর যাত্রা।

ফের চালু হচ্ছে কৈলাস-মানস সরবোর যাত্রা

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)