চিনার পার্কের পর এবার বড়বাজারের পোস্তা (Posta)। সেবার এক প্রোমোটারের ফ্ল্যাটে ভুয়ো আয়কর বিভাগের অফিসার সেজে লক্ষাধিক টাকা ও গয়না লুট করেছিল সিআইএসএফ আধিকারিকরা। এবার ভুয়ো সিবিআই অফিসার সেজে এক স্বর্ণ ব্যাবসায়ীর ব্যাগ থেকে সোনার চেইনের প্যাকেট হাতাল একদল প্রতারক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বড়বাজারের পোস্তায়। গত শনিবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তারপর থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনও কোনও গ্রেফতারি হয়নি।
সিবিআই অফিসার সেজে সোনার দোকানে লুট
ঘটনাটি ঘটেছিল গত ২৭ মার্চ। সেই সময় দোকানে ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ, আচমকাই চারজন ব্যক্তি নিজেদের সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে দোকানে ঢুকে পড়েন। তারপর তল্লাশি চালায় দোকানে। সেই সময় ব্যবসায়ীর একটি ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে একটি সোনার চেইনের প্যাকেট হাতিয়ে নেয় তাঁরা। জানা যাচ্ছে, ওই প্যাকেটের মধ্যে মোট ৫৪টি চেইন ছিল। যার সবমিলিয়ে ওজন ছিল ৪০০ গ্রাম এবং বাজারমূল্য ছিল ৩৩ থেকে ৩৫ লক্ষ টাকা।
তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযোগ, তল্লাশি অভিযান সেরে অভিযুক্তরা চম্পট দেওয়ার পর ওই প্যাকেটটি খোঁজাখুজি করেন ব্যবসায়ী। অতঃপর সেটি না পেয়ে শনিবার থানায় গিয়ে অভিযোগ জানায় ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।