
MS Dhoni Stumping Video: আইপিএলে ৪৩ বছরের তরুণ ফের উইকেটের পিছনে ভেল্কি দেখালেন। রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সিএসকে-র জার্সিতে গ্লাভস হাতে ম্য়াজিক দেখালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চলতি আইপিএলে ধোনি তিনটি ম্যাচে তিনটি স্ট্যাম্পিং করলেন। মুম্বইয়ের সূর্যকুমার যাদব, বেঙ্গালুরুর ফিল সল্টের পর এবার রাজস্থানের নীতীশ রানা-কে স্ট্যাম্পিং করলেন ধোনি। এবার আইপিএলের অতি জনপ্রিয় ধোনি-অশ্বিন যুগলবন্দি।
সূর্যকুমার যাদব, ফিল সল্টের পর নীতীশ রানাকে স্ট্যাম্প করলেন ধোনি
রবীচন্দ্রন অশ্বিনের বলে রাজস্থানের ব্যাটার নীতীশ রানা-কে বিদ্যুত গতিতে স্ট্যাম্প আউট করলেন ধোনি। ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে রানাকে স্ট্যাম্প করেন মাহি। নীতীশ রানা তখন ৩৫ বলে ৮১ রানে অবিশ্বাস্য ইনিংস খেলছেন। ধোনির একটা স্ট্যাম্পে ঘুরে খেল ম্যাচের মোড়। ১১.২ ওভারে ২ উইকেটে ১২৪ থেকে রানার স্ট্যাম্প আউটের পর রাজস্থানের স্কোর ১৮ ওভারে দাঁড়ায় ৬ উইকেটে ১৬৬। রানা যদি আর ৪-৫ ওভারও থাকতেন যেভাবে ব্যাট করছিলেন অনায়াসে রাজস্থানের স্কোর ২০০ টপকে যেতে পারত।
রানাকে স্ট্যাম্প ধোনির
Dhoni Stumpings since last 5 seasons : 2(74 matches)
Stumpings in last 3 matches : 3 pic.twitter.com/VNfMe0mQVo
— Vivek. (@imvikky07) March 30, 2025
তিনটি ম্যাচে তিনটি স্ট্যাম্পিং ধোনির
3 Matches, 3 Stunning Stumpings! ⚡🧤
Thala Dhoni is still the fastest behind the stumps in IPL 2025! 🐐🔥
📷: Jio Hotstar #MSDhoni #IPL2025 #ThalaForAReason pic.twitter.com/HcwOpo5jvm
— SportsTiger (@The_SportsTiger) March 30, 2025
ধোনি ম্যাজিক চলছে
দিন কয়েক আগেই চিপকে সিএসকে-র আফগান স্পিনার নুর আহমেদের বলে আরসিবি-র ব্যাটার ফিল সল্ট-কে মাত্র ০.১৬ সেকেন্ডে বিদ্যুত গতিতে স্ট্যাম্প আউট করেছিলেন ধোনি। গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ন্সের সূর্যকুমার যাদবকে নুর আহমেদের বলে স্ট্যাম্প করেছিলেন মাহি।