মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লন্ডন সফর সেরে গতকালই বাংলায় ফিরেছেন। তাঁর এই সফর মোটের ওপর দিয়ে সফল বলে তৃণমূল নেতৃত্ব দাবি করলেও, কেলগ কলেজে যে প্রতিবাদ দেখা গিয়েছিল, তাতে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছেন তাঁরা। খোদ তৃণমূল সুপ্রিমো এখনও কোনও বক্তব্যই রাখেননি, তবে এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) অবশ্য শনিবারই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর সফল।

কেলগ কলেজে বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য কুণালের

রবিবার এই প্রসঙ্গে সোজাসুজি বিজেপি ও সিপিএমকেই আক্রমণ করেছেন কুণাল। এদিন তিনি বলেন, আমরা কলকাতা ছাড়ার আগেই বলেছিলাম যে এই ধরনের অনঅভিপ্রেত ঘটনা ঘটতেই পারে। আর সেটাই হয়েছে। কেলগ কলেজে মুখ্যমন্ত্রী সুষ্ঠুভাবেই বক্তব্য রাখছিলেন। বক্তব্যের পর দর্শকাসনে যাঁরা ছিলেন তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ারও কথা ছিল ওঁনার। যদিও কারোর কোনও প্রশ্ন থাকত, তাহলে তাঁরা সেই সময়ই বলতে পারতেন। কিন্তু অনুষ্ঠানকে পণ্ড করার জন্য বাম ও রামের সমর্থকরা ঝামেলা করেছেন।

বিজেপি ও সিপিএমকে আক্রমণ কুণালের

কুণাল আরও বলেন, "এই ধরনের ঘটনা করে কোনও লাভ হয়নি। ওখানকার পড়ুয়া, স্থানীয় বাসিন্দা এর প্রতিবাদ করেছে এবং কয়েকজন সমস্যা সৃষ্টিকারী মানুষদের ঘাড়ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দিয়েছেন। এর থেকে পরিস্কার যে অনুষ্ঠানকে পণ্ড করার জন্য সিপিএম ও বিজেপি আগে থেকেই পরিকল্পনা করেছিল"।