কেউ মারা গিয়েছে নাকি? গাড়ির চালকের আসন থেকে নেমে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন ল্যাম্বরগিনির (Lamborghini) মালিক। চলতি মাসেই গুজরাটের বদোদরায় এক মদ্যপ যুবকের গাড়ি দুর্ঘটনার কথা মনে করিয়ে দিল নয়ডার (Sector 94) এই দুর্ঘটনা। রবিবার বিকেলে সুপারকারের ধাক্কায় গুরুতর জখম ফুটপাথে কাজ করা দুই শ্রমিক। আহতদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসেছে স্থানীয় পুলিশ এবং বহুমূল্যের ল্যাম্বরগিনি গাড়িটি বাজেয়াপ্তও করেছে। সেই সঙ্গে গাড়িক মালিককেও গ্রেফতার করেছে পুলিশ।
ফুটপাথে গাড়ি তুলে দেয় অভিযুক্ত
জানা যাচ্ছে, এদিন বিকেলে সেক্টর ৯৪-এ এমথ্রিএম প্রজেক্টের কাছে রাস্তার কাজ করছিল এতদল শ্রমিক। কিছু শ্রমিক ছিলেন রাস্তার ধারে এবং কিছুজন ফুটপাথে উঠে কাজ করছিলেন। সেই সময় এক যুবক দ্রুতগতিতে ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে এসে ধাক্কা মারে ওই জায়গায়। কার্যত গাড়িটি উঠে পড়ে ফুটপাথে। আর তাতেই দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
দেখুন ভিডিয়ো
Noida, Uttar Pradesh: A Lamborghini car hit two workers sitting on a footpath near the M3M project in Sector 94. Both workers were seriously injured and admitted to the hospital. Police arrested the driver on the spot and seized the car. The accused, who is involved in buying and… pic.twitter.com/w0H1xbsYyK
— IANS (@ians_india) March 30, 2025
আহতরা ভর্তি হাসপাতালে
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশসূত্রে খবর, গাড়িটিতে পুদুচেরির নম্বরপ্লেট লাগানো ছিল। এবং ঘাতক গাড়ির চালক পেশায় গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে এদিন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।