আগামী ৭ জুন, ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বসেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ের ম্যাচ খেলতে টিম ইন্ডিয়ার প্রথম ব্যাচের থেকে তিন-চার দিন পরে ইংল্যান্ডে যাচ্ছে অস্ট্রেলিয়া। কোনওরকম প্র্যাকটিশ ম্যাচ ছাড়াই একেবারে সরাসরি রোহিত শর্মাদের বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমে পড়বেন প্যাট কামিন্সরা। যেখানে ফাইনালের আগে ভারত নিজেদের মধ্য়ে ম্যাচ খেলার পাশাপাশি দুটি শক্তিশালী কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে।
আইপিএলের প্লে অফে খেলা ক্রিকেটারদের ছাড়া ভারতীয় দল ইংল্যান্ডের লন্ডনে উদ্দেশ্য রওনা দেবে ২৩ মে। সেখানে অস্ট্রেলিয়া দল লন্ডনে যাবে ২৭ মে। স্টিভ স্মিথ, মার্নাস লাবুসচানে ও মার্কস হ্যারিস-অস্ট্রেলিয়ার এই তিন তারকা ক্রিকেটার এখন ইংল্যান্ডে কাউন্টি খেলছেন। তারা সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ২৭ মে। দিল্লি ক্যাপিটালস বিদায় নেওয়ায় সেই সময় ডেভিড ওয়ার্নারও চলে আসবেন। আরও পড়ুন-ম্যাচ জয়ের পরেই বড় ধাক্কা নাইট শিবিরে, মোটা অঙ্কের জরিমানা অধিনায়ক রানা সহ প্রথম একাদশ প্লেয়ারদের
আইপিএলের ফাইনাল সেরে ভারতীয় দলের ক্রিকেটারটা দ্বিতীয় ব্যাচে ৩০ মে লন্ডনে কোচ রাহুল দ্রাবিড়ের দলে যোগ দেবেন। অস্ট্রেলিয়ায় শুধু পরে যোগ দেবেন মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলা তারকা অলরাউন্ডার ক্য়ামেরন গ্রিন। চোটের কারণে ভারত পাচ্ছে না ঋষভ পন্থ, জশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মত তারকা ক্রিকেটারদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দুই দল
ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, উয়দেব উনাদকট।
স্ট্যান্ড বাই- সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়েড়, মুকেশ কুমার
অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজ, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), মার্নাস লাবুসচানে, ট্র্য়াভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, অ্যালেক্স কারি (উইকেটকিপার), জোস ইংলিশ (উইকেটকিপার), নাথান লিঁয়, স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক।