SRH vs DC IPL 2025: নিজের দেশের অধিনায়কের ফ্র্য়াঞ্চাইজির সামনে জ্বলে উঠলেন দিল্লি ক্যাপিটালস-এর অজি তারকা পেসার মিচেল স্টার্ক। স্টার্কের ৩৫ রানে পাঁচ উইকেটের অবিশ্বাস্য স্পেলে ভর করে প্যাট কামিন্সের সান রাইজার্স হায়দরাবাদ-কে ৭ উইকেটে হারাল দিল্লি। লখনৌয়ের বিরুদ্ধে রোমহর্ষক জয়ের পর এবার হায়দরাবাদকে হারালেন অক্ষর প্যাটেল-রা। বিশাখাপত্তনামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সান রাইজার্স নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৬৩ রান।
স্টার্কের আগুনে স্পেলের পর দিল্লির ব্যাটারদের দারুণ পারফরম্যান্স
জবাবে ব্যাট করতে নেমে দিল্লির দুই বিদেশী ওপেনার ফাফ দু প্লেসিস (২৭ বলে ৫০) ও জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক (৩২ বলে ৩৮) ৫৫ বলে ৮১ রানের ওপেনিং পার্টনারশিপে দলের জয়ের ভিত গড়ে দেন। পরে তিন নম্বরে নেমে বাংলার অভিষেক পোড়েল ১৮ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। বাবা হওয়ার পর প্রথমবার নেমে ৫ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন কেএল রাহুল। অভিষেকের সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ক্রিস্টান স্টাবস (১৪ বলে ২১ অপরাজিত)। আরও পড়ুন-Mitchell Starc SRH vs DC: চলতি আইপিএলের প্রথম পঞ্চরত্ন প্রাক্তন নাইট স্টার্কের
খারাপ বোলিং কামিন্সদের
স্টার যে পিচে আগুন ঝরিয়ে পাঁচ উইকেটের অবিশ্বাস্য স্পেল করলেন সেই পিচেই সান রাইজার্সের তিন পেসার মহম্মদ সামি (০/৩১), প্যাট কামিন্স (০/২৭), হর্ষল প্যাটেল ((০/১৭)-রা একেবারেই ভাল বল করতে পারলেন না।আইপিএল ২০২৫-র প্রথম পাঁচ উইকেটের দারুণ স্পেলটা করলেন দিল্লি ক্যাপিটালসের অজি পেসার মিচেল স্টার্ক। বিশাখাপত্তনামে সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্টার্ক ৩৫ রান দিয়ে নিলেন ৫টি উইকেট।
গতবার আইপিএল ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন স্টার্ক
গত আইপিএলের ফাইনালে যে স্টার্ক ম্যান অফ দি ম্যাচ হয়ে নাইটদের তৃতীয়বার খেতাব এনে দিয়েছিলেন। স্টার্ককে ছেড়ে দেয় শাহরুখ খানরা, এরপরই নিলামে ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি। সেই স্টার্ক এবারের শুরুতেই দিল্লির মুখে হাসি ফোটালেন।
স্টার্কের কামাল
খাতায় কলমে আইপিএলের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একাই শেষ করলেন স্টার্ক। দিল্লির তারকা অজি পেসার তার প্রথম স্পেলে হায়দরাবাদের ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন- ট্রাভিস হেড (১২), ঈশান কিষাণ (২) ও নীতীশ রেড্ডি (০)-এর উইকেট। এরপর শেষের দিকে স্টার্কের বলে আউট হন উয়াওন মুলডার (৯) ও হর্ষল প্য়াটেল (১)। স্টার্কের দুরন্ত স্পেলে ঝলসেও হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে করে ১৬৩ রান।