India All-Stars vs Brazil Legends Live Streaming: আজ ৩০ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রাজিল লেজেন্ডসকে (Brazil Legends) আতিথ্য দেবে ইন্ডিয়া অল স্টার্স (India All-Stars)। ব্রাজিল সকার একাডেমির সহযোগিতায় ফুটবল প্লাস একাডেমি আয়োজিত এই ম্যাচটি দেশের তরুণ ফুটবল ভক্তদের জন্য আয়োজিত। ব্রাজিল ও ভারতের ফুটবল ঐতিহ্য উদযাপনের লড়াইয়ে রোনালডিনহো (), রিভালদো (Rivaldo) এবং কাফুসহ (Cafu) অতীতের কিংবদন্তিদের সেলেকাও দলের হয়ে খেলতে দেখা যাবে। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটির কোচের দায়িত্ব পালন করবেন ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা (Dunga)। এদিকে ১৭ সদস্যের ইন্ডিয়া অল স্টার্স দলে থাকবেন মেহতাব হোসেন (Mehtab Hossain), আলভিটো ডি'কুনহা (Alvito D’Cunha)-এর মতো তারকারা। এই দলের পরিচালনা করবেন ১৯৯৪ সালের এশিয়ান কাপের খেলোয়াড় প্রশান্ত বন্দ্যোপাধ্যায় (Prasanta Banerjee)। ISL Playoffs 2024-25 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল প্লে অফ ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
ভারত অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস
India and Brazil Legends clash today in Chennai at 7 PM! 🇮🇳⚽🇧🇷
A showdown between global football icons and India's football heroes! 🔥 #IndianFootball #BrazilLegends #SKIndianSports pic.twitter.com/cPHUUagIC5
— Sportskeeda (@Sportskeeda) March 30, 2025
ব্রাজিল লেজেন্ডস স্কোয়াডঃ রোনালডিনহো, রিভালদো, কাফু, গিলবার্তো সিলভা, এডমিলসন, মার্সেলো, ভায়োলা, জিওভানি, জুনিয়র, অ্যালেক্স ফেরো, লুসিও, আমারাল, জর্জিনহো, দিয়েগো গিল, হিউরেলহো গোমেস, পাওলো সার্জিও, কামানদুকাইয়া, এলিভেলটন, রিকার্ডো অলিভেইরা, কাকাপা ও ক্লেবারসন।
ইন্ডিয়া অল স্টার্স স্কোয়াডঃ মেহতাব হোসেন, আলভিটো ডি'কুনহা, সৈয়দ রহিম নবি, করণজিৎ সিং, ধর্মরাজ রাবণন, শুভাশিস রায়চৌধুরী, মেহরাজউদ্দিন ওয়াডু, অর্ণব মণ্ডল, এনপি প্রদীপ, বিবিয়ানো ফার্নান্ডেজ, মহেশ গাওলি এবং শানমুগাম ভেঙ্কটেশ।
ভারত অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ?
৩০ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ?
ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ
সরাসরি টিভিতে ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ ভারতে দেখানো হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস ম্যাচ
ইন্ডিয়া অল স্টার্স বনাম ব্রাজিল লেজেন্ডস সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে