CWG 2022 Medal Tally: ব্যাডমিন্টনের তিন সোনায় প্রথম চারে থাকা নিশ্চিত করল ভারত
Indian Contingent For Commonwealth Games (Photo: Twitter)

শ্যুটিংয়ের মত খেলা না থাকলেও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও পদক তালিকায় প্রথম চারে শেষ করছে ভারত। কুস্তি, বক্সিং, ব্যাডমিন্টন, টেবল টেনিস, ভারত্তোলনের মত খেলাগুলোতে দারুণ ফল করে বার্মিংহ্যাম থেকে সম্মানজনক ফল কর ফিরছে টিম ইন্ডিয়া। লন বোলসের মত খেলা থেকে প্রথমবার সোনা জয়। মহিলাদের ক্রিকেটে প্রথমবার পদক জয়। মহিলাদের হকিতে ১৬ বছর পর পদক জয়। নীরজ চোপড়া না থাকলেও  স্টিপেলচেস, রেস ওয়াকের মত অ্যাথলেটিক্সের ইভেন্ট থেকে সোনা, রুপো আসাটা দারুণ খবর। সব মিলিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের আগে ঠিকপথেই রয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ২২টি সোনা সহ মোট ৬১টি পদক জিতল ভারত।

২০১৮ গোল্কসো্ট কমনওয়েবলথ গেমসে ২৫টি সোনা নিয়ে ভারত পদক তালিকায় তিন নম্বরে শেষ করেছিল। ভারতের আগে পদক তালিকায় ছিল শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এবার সেখানে ভারতের আগে থাকল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা। চলতি কমনওয়েলথ গেমসে কানাডা চমকপ্রদ ফল করেছে। চার বছর আগে কানাডা পেয়েছিল ১৫টি সোনা, এবার সেখানে আইস হকির দেশ পেল ২৬টি সোনা সহ ৫৭টি পদক। ভারত গতবার কমনওয়েলথে শ্যুটিং থেকে ভারত জিতেছিল ৭টি সোনা সহ ১৬টি পদক। আরও পড়ুন-সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বাহক শরৎ কমল, নিখাত জারিন

এবার শ্যুটিং না বাদ পড়লেও ভারত ভালই করল। এবার ভারতকে সবচেয়ে খুশি করেছে বক্সিং, কুস্তি আর ব্যাডমিন্টনের পারফরম্যান্স। কুস্তিতে দেশের ১২জন কুস্তিগীরই পদক জিতেছিলেন। বার্মিংহ্য়াম গেমসে কুস্তির প্যাঁচে এল ৬টি সোনা সহ ১২টি পদক। যেখানে চার বছর আগে কুস্তি থেকে এসেছিল ৫টি সোনা।

এক নজরে সোনা জয়ীরা

১) সাইখম মীরাবাঈ চানু (ভারত্তোলন, মহিলাদের ৪৯ কেজি)

২) জেরেমি লালরিননুনগা (ভারত্তোলন, পুরুষদের ৬৭ কেজি)

৩) অচিন্ত্য শিউলি (ভারত্তোলন, পুরুষদের ৬৭ কেজি)

৪) লন বোলস মহিলা দল (রুপা রানী তিরকে, লাভলি চৌবে, নয়নমণি সাইকিয়া, পিঙ্কি সিং)

৫) টেবল টেনিস পুরুষ দলগত (শরত কমল, হামরমিত দেশাই, সানিল শেঠি, সাইথিঁয়ান গনানসেকারান)

৬) সুধীর (প্যারা পাওয়ারলিফটিং, পুরুষদের হেভিওয়েট)

৭) বজরং পুনিয়া (কুস্তি, পুরুষদের ৬৫ কেজি)

৮) সাক্ষী মালিক (কুস্তি, মহিলাদের ৬২ কেজি)

৯) দীপক পুনিয়া (কুস্তি, পুরুষদের ৮৬ কেজি)

১০) রবী কুমার দাহিয়া (কুস্তি, পুুরুষদের ৫৭ কেজি)

১১) ভিনেশ ফোগাত (কুস্তি, মহিলাদের ৫৩ কেজি)

১২) নবীন মালিক (কুস্তি, পুরুষদের ৭৪ কেজি)

১৩) ভাবিনা প্যাটেল (প্যারা টেবল টেনিস)

১৪) নীতু ঘাংঘাস (বক্সিং, মহিলাদের ৪৮ কেজি)

১৫) অমিত পাঙ্ঘাল (বক্সিং, পুরুষদের ৫১ কেজি)

১৬) এলডহোস পল (অ্যাথলেটিক্স, পুরুষদের ট্রিপল জাম্প)

১৭) নিখাত জারিন (বক্সিং, মহিলাদের ৫১ কেজি)

১৮) শরত কমল-শ্রীজা আকুলা (টেবল টেনিস, মিক্সড ডবলস)

১৯) পিভি সিন্ধু (ব্যাডমিন্টন, মহিলাদের সিঙ্গলস)

২০) লক্ষ্য সেন (ব্যাডমিন্টন, পুরুষদের সিঙ্গলস)

২১)  সাত্যকি সাইরাজ ও চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন,  পুরুষদের ডবলস)

২২) শরৎ কমল (টেবলি টেনিস, পুরুষদের সিঙ্গলস)

কোন খেলা থেকে কটা সোনা জিতলস ভারত-

কুস্তি: ৬টি সোনা

ভারত্তোলন: ৩টি সোনা

বক্সিং: ৩টি সোনা

টেবল টেনিস: ৪টি সোনা

ব্য়াডমিন্টন: ৩টি সোনা

অ্যাথলেটিক্স: ১টি  সোনা

লন বোলস: ১টি সোনা

প্যারা ওয়েটলিফিটিং: ১টি