Robin Uthappa (Photo Credit: CSK/ X)

Robin Uthappa Arrest Warrant: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে বেঙ্গালুরুর এক আঞ্চলিক পিএফ (PF) কমিশনার তাঁর জামাকাপড়ের ব্র্যান্ডের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ এনেছেন। বেঙ্গালুরুর কেআর পুরম শাখার আঞ্চলিক পিএফ কমিশনার শাদাক্ষরা গোপাল রেড্ডি পুলকেশীনগর পুলিশকে একটি চিঠিতে অভিযোগ করেছেন যে উথাপ্পা কোম্পানির কর্মীদের ২৩,৩৬,৬০২ টাকা বকেয়া পরিশোধ করেননি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বেঙ্গালুরুর ইন্দিরানগরে অবস্থিত পোশাক ব্র্যান্ড সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের (Centaurus Lifestyle Brands Pvt Ltd) পরিচালক। অভিযোগপত্রে উথাপ্পার বিরুদ্ধে ১৯৫২ সালের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্টের (Employees’ Provident Funds & Miscellaneous Provisions Act, 1952) বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। Prithvi Shaw: 'যেটা বোঝেন না সেটা নিয়ে বলবেন না', অনিয়মের আরোপে পোস্ট পৃথ্বী শর

রবিন উথাপ্পার বিপক্ষে গ্রেফতারি পরোয়ানা

কি রয়েছে রবিন উথাপ্পার বিপক্ষে গ্রেফতারি পরোয়ানায়

৪ ডিসেম্বরের চিঠিতে উথাপ্পাকে ইনকাম ট্যাক্স আইন, ১৯৬১ এর ধারা ৭৩ অনুযায়ী গ্রেফতার করার পরোয়ানা জারি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী একজন ট্যাক্স রিকভারি অফিসার নাবালিকা, মানসিক ভারসাম্যহীন বা মহিলা ব্যতীত অন্য কোনও খেলাপির জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এছাড়া সেখানে ইনকাম ট্যাক্স আইন, ১৯৬২ এবং ইপি ও এমপি আইনের ধারা ৮বি এর অধীনে উথাপ্পাকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। সেই অনুযায়ী ২৭ শে ডিসেম্বরের আগে আঞ্চলিক পিএফ কমিশনারের সামনে হাজির করা হবে তাঁকে। তবে পুলিশ সূত্রের খবর, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার আর পুলকেশীনগর থানা এলাকায় থাকেন না বলে রেড্ডিকে নোটিস ফেরত পাঠানো হয়েছে। সূত্রের খবর, উথাপ্পা দুবাইয়ে থাকায় পরবর্তী অন্য কোনও পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে রিকভারি অফিসারকে।