Prithvi Shaw: বিজয় হাজারে ট্রফির আগে মুম্বইয়ের ব্যাটার পৃথ্বী শ 'অনেক লোক' কে আক্রমণ করেছেন। সম্প্রতি, পিটিআইয়ের একটি রিপোর্টে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয় যে ডানহাতি ব্যাটারকে খেলা নিয়ে অনিয়ম এবং খারাপ শারীরিক ফিটনেসের কারণে আসন্ন ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টের জন্য সাইডলাইন করা হয়েছে। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমরা ১০ জন ফিল্ডার নিয়ে খেলেছি, কারণ পৃথ্বী শকে লুকিয়ে রাখতে বাধ্য হতাম। বল তার কাছ দিয়ে গেলেও সে খুব কমই সেটা ধরতে পারত। ব্যাট করার সময়ও আমরা দেখতে পাচ্ছিলাম বলের কাছে যেতে সে সমস্যায় পড়েছে।' এইসব বলে তিনি মূলত বুঝিয়ে দেন যে বিভিন্ন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম হতে পারে না। Mohammed Shami: হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বিশ্রামে মহম্মদ শামি
কি বলছেন এমসিএ কর্মকর্তা
MCA reacts to Prithvi Shaw's dramatic outburst on Vijay Hazare Trophy snub.#VijayHazareTrophy #PrithviShaw #CricketTwitter pic.twitter.com/NixJv4gHrA
— InsideSport (@InsideSportIND) December 20, 2024
মিডিয়া রিপোর্ট দেখে পৃথ্বী শুক্রবার সন্ধ্যায় তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেই পোস্টে লেখাছিল, 'যেটা বোঝেন না সেটা নিয়ে বলবেন না। অনেকের আধা জেনে পুরো মতামত থাকে।' এর আগেও পৃথ্বী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি তার স্ট্যাট দেখিয়ে মুম্বইয়ের স্কোয়াডে নির্বাচিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তবে এমসিএ কর্মকর্তা জানান যে তিনি নিয়মিত ট্রেনিং সেশন মিস করতেন। বেশিরভাগ রাতে তিনি বাইরে থাকেন এবং পরে 'সকাল ছয়টায়' উপস্থিত হন।
অনিয়মের আরোপে পৃথ্বী শর পোস্ট
Prithvi shaw#prithvishaw pic.twitter.com/YD6ScCMdkk
— RVCJ Sports (@RVCJ_Sports) December 20, 2024