প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: পাঞ্জাবের তরণতারণে (Tarntaran) হওয়া বোমা বিস্ফোরণের (bomb blast) মূলচক্রী (mastermind) ও জঙ্গি সংগঠনের নেতা (terror group leader) বিক্রমজিৎ সিংকে (Bikramjit Singh) বৃহস্পতিবার গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। বৃহস্পতিবার তাকে ভিয়েনা (Vienna) থেকে বিমানে উড়িয়ে নয়াদিল্লিতে (New Delhi) আনা হয়। তারপরই গ্রেফতার হয় এই জঙ্গি নেতা।

জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পাঞ্জাবের তরণতারণে হওয়া বিস্ফোরণের (Tarntaran Bomb Blast) ফলে ২ জন মারা গেছিলেন ও একজন গুরুতর জখম হয়েছিলেন। এর তদন্তে নেমে জানা যায়, পাঞ্জাবের বাসিন্দা বিক্রমজিৎ সিং ওরফে বিক্কার বাবা (Bikkar Baba) অস্ট্রিয়ার (Austria) লিঞ্জে (Linz) নিজের অনুগামীদের নিয়ে একটি জঙ্গি সংগঠন খুলেছে। আর তার মাধ্যমে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক কষছে। আরও পড়ুন:Tamil Nadu's rain: টানা বৃষ্টির জের, চেন্নাই-সহ একাধিক জায়গায় বন্ধ স্কুল ও কলেজ

বিষয়টি জানতে পারার পরেই ইন্টারপোলের (Interpol) দ্বারস্থ হন ভারতীয় আধিকারিকরা। তার ভিত্তিতে ওই সন্ত্রাসবাদী নেতার নামে রেড কর্ণার নোটিস (Red Corner Notice) জারি হয়। এর পাশাপাশি এনআইএ-এর তরফে একটি বিশেষ দল গঠন করে অস্ট্রিয়াতে পাঠানো হয়। সেই সঙ্গে মোহালির (Mohali) একটি আদালত থেকে তার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও (non-bailable warrants) জারি করা হয়। আরও পড়ুন: Cyber Attack: ঝাড়খণ্ড সরকারের সিস্টেম হ্যাক করে হাজার হাজার নকল রেশন কার্ড তৈরি হ্যাকারদের

তার জেরেই অস্ট্রিয়া থেকে গ্রেফতার হয় ওই সন্ত্রাসবাদী। এরপর বন্দী প্রত্যপর্ণ চুক্তি মেনে অস্ট্রিয়ার সরকার বিক্রমজিৎকে ভারতীয় তদন্তকারী সংস্থা এএনআইয়ের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার অস্ট্রিয়া থেকে ভিয়েনা হয়ে নয়াদিল্লি বিমানবন্দরে বিক্রমজিৎ সিংকে নিয়ে আসেন এএনআইয়ের আধিকারিকরা। আর ভারতের মাটিতে পা রাখতে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।