(Photo Credits: ANI)

নয়াদিল্লি, ৭ এপ্রিল: প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে সাংসদ এবং রাজ্যের রাজ্যপালরা। সকলেই আগামী ১ বছর নিজেদের বেতন স্বেচ্ছায় ৩০ শতাংশ পর্যন্ত কম নেবেন। সোমবার সেকথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বেতনে কাটছাঁটের বিষয়টিকে সমর্থন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া (Sonia Gandhi)। রাজনৈতিক ভেদাভেদ ভুলে লকডাউনের পর এই নিয়ে দ্বিতীয়বার মোদিকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধি, আর এই দ্বিতীয় চিঠিতেই উল্লেখ করলেন সমর্থনের কথা। পাশাপাশি করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়ার জন্য বাতলে দিলেন পাঁচটি পথ। আরও পড়ুন: Lockdown in India: ১৪ এপ্রিলের পর ধাপে ধাপে উঠতে পারে লকডাউন, সব রাজ্যের মতামত খতিয়ে দেখছে কেন্দ্র 

সোনিয়া গান্ধির স্পষ্ট বক্তব্য, সরকারি অর্থের অপচয় বন্ধ হোক এবং সেই টাকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে খরচ করা হোক। দিল্লির সৌন্দার্যায়ন এবং সরকারি বিজ্ঞাপনের খরচও স্থগিত রাখার পরামর্শ দেন সোনিয়া গান্ধি। কারণ রাজধানী দিল্লিকে সাজানোর জন্য বরাদ্দ করা হয়েছিল ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি সরকারি বিজ্ঞাপনের জন্য প্রতি বছর খরচ হয় ১২৫০ কোটি টাকা। পিএম কেয়ার ফান্ডে যে বিপুল পরিমাণের টাকা জমা রয়েছে তা প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা তহবিলে স্থানান্তরিত করা হতে পারে।

এছাড়াও প্রধানমন্ত্রী-সহ সমস্ত মন্ত্রী-আমলাদের বিদেশসফরের পরিকল্পনা বাতিলের পরামর্শ দিলেন সোনিয়া। সরকারি কর্মীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাদ দিয়ে বাজেটে ৩০ শতাংশ কাটছাঁট করার পরামর্শও দিলেন সোনিয়া গান্ধি।