নয়াদিল্লি, ৭ এপ্রিল: ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের (Lockdown in India) কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৪ এপ্রিলই শেষ হচ্ছ সেই সময়সীমা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে করোনা মহামারীর আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতে একাধিক রাজ্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে, যদি আরও কিছুদিন লকডাউনের সময়সীমা বাড়ানো যায়। সকলের প্রস্তাবই খতিয়ে দেখছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা সেটি কিছুদিনের মধ্যেই স্পষ্ট করবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
A lot of state governments, as well as experts, are requesting Central Government to extend the lockdown. Central Government is thinking in this direction: Government sources pic.twitter.com/iDShmLIS8j
— ANI (@ANI) April 7, 2020
সূত্রের খবর, লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। সে বিষয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন নরেন্দ্র মোদিকে। কারণ লকডাউনের পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেক্ষেত্রে লকডাউন তুলে নেওয়া হলে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই মর্মেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন নরেন্দ্র মোদিকে। এই একই আশঙ্কা করছেন বিভিন্ন রাজ্যও। লকডাউন উঠে গেলে কমিউনিটি ট্রান্সমিশনের সম্ভাবনাও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: Kolkata: করোনা-আক্রান্ত রোগীর চিকিৎসা, হোম কোয়ারেন্টাইনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা
সোমবার সাংবাদিক বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি বলেন, 'যদি এই মুহূর্তে লকডাউন তুলে নেওয়া হয়। তাহলে ভয়ঙ্কর আকার নিতে পারে করোনাভাইরাস। লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়টি একটু বিচার-বিবেচনা করার আর্জি জানাচ্ছি সরকারের কাছে। কারণ লকডাউনই করোনা সংক্রমণ রোখার একমাত্র উপায়। নয়তো ভারতের পরিস্থিতিও আমেরিকা, ইটালি এবং স্পেনের মত হবে।' লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সায় দিলেন অসমের স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।
সোমবার ভিডিও কনফারেন্স মারফত মন্ত্রী পরিষদের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে ধাপে ধাপে লকডাউন তোলা হবে, সেই বিষয়ে জেলা স্তর থেকে পরামর্শ চান প্রধানমন্ত্রী। কোন এলাকার পরিস্থিতি এখন ঠিক কী অবস্থায় রয়েছে। লকডাউন উঠলে কীভাবে ব্যবস্থা নেবে প্রতিটি জেলা এবং রাজ্য। সেই বিষয়েই সকলের কাছ থেকে পরামর্শ নেন তিনি। যার থেকে একটি বিষয় স্পষ্ট, ধাপে ধাপে উঠবে লকডাউন।