জয়পুর, ১৩ জুলাই: করোনা আবহের মধ্যেই মধ্যপ্রদেশের মতো রাজনৈতিক অস্থিরতায় পড়তে চলেছে মরুরাজ্য রাজস্থান (Rajasthan Political Crisis)। সেখানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মধ্যে তু তু ম্যায় ম্যায় পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার দিল্লি থেকেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরোধিতা ঘোষণা করেছেন শচিন পাইলট। রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর সাপ দাবি, তাঁর সমর্থনে ৩০ জন বিধায়ক রয়েছেন। তাই চাইলেও অশোক গেহলট মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিজেপির হাত থেকে রাজস্থানের কংগ্রেস সরকারকে বাঁচাতে রাতেই নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন অশোক গেহলট। সেই বৈঠকে ১০৭ জন কংগ্রেস বিধায়কেরমধ্যে মাত্র ৭৫ জন উপস্থিত ছিলেন।
এদিকে শচিন পাইলট আগেই বলেছেন ৩০ জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন। ৩২ জন বিধায়ক বৈঠকে আসেননি। সেই রাতেই কংগ্রেসের শীর্ষনেতৃত্বের মধ্যে অজয় মাকেন রণদীপ সূরযেওয়ালার সঙ্গে জরুরি আলোচনা সারেন গেহলট। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ দলীয় বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী একটিবৈঠক ডেকেছেন। সেই বৈঠকে ঠিক কি কি রাজনৈতিক স্ট্র্যাটেজি নেওয়া হবে তানিয়েও রাতে আলোচনা করেন তিনি শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। তবে শোনাযাচ্ছে রবিবার রাতে অশোক গেহলটের বাসভবনের বৈঠকে অনুপস্থিত থাকা দলীয় বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই ৩০ জন বিধায়ক সোমবার বেলা সাড়ে দশটায় জয়পুরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত না থাকেন তাহলে তাঁদের শোকজ করা হতে পারে। জানা যাচ্ছে, অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। মূলত অজয় মাকেন, রণদীপ সূরযেওয়ালা, অশোক গেহলট ও অবিনাশ পাণ্ডের বৈঠকের পরেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও পড়ুন-Earthquake In Andaman & Nicobar Island: সোমবার কাকভোরে ফের কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩
It is likely that after the CLP meeting, a whip will be issued by the party and absentees will have to face the consequences but nothing has been finalized yet. Final decision will be taken after this meeting of Ajay Maken, Randeep Surjewala, Avinash Pande & Gehlot: Sources https://t.co/rkvhovqGU0
— ANI (@ANI) July 12, 2020
যদিও আগের দিনই শচিন পাইলট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অশোক গেহলটের ডাকা বৈঠকে তিনি থাকছেন না। সঙ্গে থাকা দলীয় বিধায়কদের নিয়ে তিনি যে সরকার ছাড়ছেন, তা আগেই শীর্ষনেতৃত্বদের জানিয়েছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী। যদি সত্যি সত্যি তেমন কিছু ঘটে তবে রাজস্থান সরকারের মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবেন অশোক গেহলট। পরিস্থিতি প্রতিকূল হলে তাঁকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে।