MS Dhoni. (Photo Credits: X)

চেন্নাই, ৫ এপ্রিল:  CSK vs DC, IPL 2025: চিপকে বাবা, মা, স্ত্রী, মেয়ের সামনে হারলেন মহেন্দ্র সিং ধোনি। তিন বিভাগেই পরাস্ত হয়ে দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হারল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, তিনটি খেলে তিনটেই জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল দিল্লি ক্যাপিটলস। অক্ষর প্যাটেলদের নিখুঁত ক্রিকেট তৃতীয় ম্যাচেও নিখুঁত ক্রিকেট খেললেন। ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলকে জেতালেন দিল্লির ১৪ কোটি টাকার তারকা ব্যাটার কেএল রাহুল। ৪টি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে চিপকে তলিয়ে গেল সিএসকে।

১৫ বছর পর চিপকে চেন্নাইকে হারাল দিল্লি

ক দিন আগে ১৭ বছর পর চিপকে চেন্নাইকে হারিয়েছিল বেঙ্গালুরু। আর এবার ধোনির CSK-কে ১৫ বছর পর হারিয়ে দিল দিল্লি। চেনা চিপকে অচেনা ধোনিদের ক্রিকেটেই দুর্গ বাহছে চেন্নাইয়ের।

চেন্নাইয়ের ব্যাটিংয়ের ভরাডুবি

আবারও জঘন্য ব্যাটিং করলেন ঋতুরাজ গায়কোয়েড়-রা । রচিন বরীন্দ্র (১) থেকে শিবম দুবে (১৮), ডেভন কনওয়ে (১৩)-রা একেবারে খারাপ খেললেন। ধোনিও শেষের দিকে ২৬ বলে ৩০ রানের ধীরগতির ইনিংস খেলে দলকে জেতানোর তেমন চেষ্টা করলেন না। আর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ড় (৪ বলে ৫) আরও একবার হতাশ করলেন।

মাঠে বসে খেলা দেখলেন ধোনির বাবা-মা, স্ত্রী, মেয়ে

শেষবেলায় ধোনির ২৬ বলে অপরাজিত ৩০

জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। সেই কঠিন পরিস্থিতিতে নামেন ৪৩ বছরের ধোনি। অতি মানবিক করে ধোনি চেন্নাইকে জিতিয়ে দেবেন এমন আশায় ছিলেন সিএসকে-র সমর্থকরা, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হল না ৩০ রানে অপরাজিত থাকলেও ২৬ বলের এক ধীরগতির ইনিংস খেলে সবাইকে হতাশ করলেন। ৫৪ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন সিএসকে-র অলরাউন্ডার বিজয় শঙ্কর। দিল্লির বোলাররা- মিচেল স্টার্ক থেকে মুকেশ কুমার, কুলদীপ যাদব থেকে ভিপরাজ নিগম দারুণ বোলিং করলেন। ভিপরাজ নিগম ২৭ রান দিয়ে ২ উইকেট নেন।