ভরদুপুরে দিল্লিতে চলল এলোপাথারি গুলি। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে পালাল দুষ্কৃতিরা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়ূর বিহার (Mayur Vihar) এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। ঘন্টাখানেকের মধ্যেই গাড়ির মধ্যে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কে বা কারা এই হামলা করল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি এসেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।

দিল্লিতে দুষ্কৃতি তাণ্ডবে চলল গুলি, পুুড়ল গাড়ি

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এদিন দুপুর ৩টে ৪৫ নাগাদ খবর আসে যে ময়ূর বিহারে কয়েকজন আততায়ী বাইক নিয়ে এসে গুলি চালিয়েছে এবং একটি গাড়িতে আগুন লাগিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করা হয়েছে। জানা যাচ্ছে, ৬ রাউন্ড গুলি চলেছে। এমনকী গাড়ির জানলা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়ছিল। যদিও হামলাকারীদের চেনা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন পুলিশের বক্তব্য

হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

ইতিমধ্যেই গাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ। হামলকারীরা তাঁর পূর্ব পরিচিত ছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।