Comedian Kunal Kamra (Photo Credit: X)

মুম্বই, ৫ এপ্রিল: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে নিয়ে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)-র 'গদ্দার'মন্তব্য নিয়ে জোর বিতর্ক । স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল মুম্বইয়ের যে হলে শো করেছিলেন, সেখানে ভাঙচুর চালিয়েছে শিবসেনার কর্মীরা। কুণালের বিরুদ্ধে এফআইআর দায়েরর পর পুলিশী জেরার জন্য ডাকা হলেও তিনি কার্যত বেপাত্তা। মুম্বই পুলিশ বারবার তার বাড়িতে গেলেও হদিশ পাচ্ছে না।'কুণাল ঠিক কোথায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। যদিও তিনি মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন।

কুণালকে খুঁজছে পুলিশ

 

কুণালের সব কনটেন্ট মুছল বুক মাই শো

কুণালের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে বিক্ষোভও দেখাচ্ছেন শিবসেনা ও রাজ্যের শাসক জোটের দলগুলির কর্মী-সমর্থকরা। এমন বিতর্কের মাঝে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার যাবতীয় কনটেন্ট (ভিডিয়ো সহ) মুছে দিল 'বুক মাই শো'। আরও পড়ুন-Sudden Death Caught on Camera: ক্রিকেট মাঠে ফের জলজ্যান্ত প্রাণ গেল, ক্যামেরাবন্দি ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার হৃদরোগ আক্রান্ত হওয়ার দৃশ্য

কুণালকে শিল্পীদের তালিকা থেকে বাদ দিল 'বুক মাই শো'

অনলাইন টিকিট বিক্রয় সংস্থা 'বুক মাই শো'-য়ের মাধ্যমে অন্যান্য শিল্পীদের মত কুণাল কামরার স্ট্যান্ড-আপ কমেডি শো-র টিকিট বিক্রি হত। বিতর্কের জেরে কুণালকে শিল্পীদের তালিকা থেকেই বাদ দিল 'বুক মাই শো'।   ফলে সেখানে কুণালের কমেডি শোয়-র বেশ কিছু ভিডিয়ো আপলোড করা ছিল। ছিল তার ছবিও। কিন্তু বিতর্কের আশঙ্কা কুণালকেই কার্যত ডিলিট করে দিল 'বুক মাই শো'।