Ghibli Art (Photo Credit: X)

ChatGPT Ghibli Trend: জিবলি ট্রেন্ডে মেতে রয়েছে গোটা দুনিয়া। ফেসবুক থেকে এক্স হ্যান্ডেল কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জিবলির ছোঁয়ায় কার্যত রঙিন হয়ে উঠতে শুরু হয়েছে সামাজিক মাধ্যম। জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে সাধারণ মানুষই যে শুধু ছবি আপলোড করছেন তা নয়, বলিউড তারকা থেকে ক্রিকেট স্টার, প্রত্যেকে ChatGPT এর নয়া হাওয়ায় ভাসতে শুরু করেছেন। মানুষ যে শুধু নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ছবিই ChatGPT এর সাহায্য নিয়ে জিবলি আর্ট তৈরি করছেন তা নয়, নিজেদের ব্যক্তিগত ছবিকেও এই আঙিনায় নিয়ে আসতে শুরু করেছেন। যার জেরে জিবলি আর্ট নিয়ে জোর মাতামাতি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে দ্য স্টুডিয়ো জিবলি ট্রেন্ড-এ গা ভাসিয়ে কতটা নিরাপদ থাকতে পারে আপনার ব্যক্তিগত স্তরের জিনিসপত্র? এমন প্রশ্ন অনেকেই তুলতে শুরু করেছেন। আর্টিফিসিয়াল ইনটলিজেন্সের সাহায্য নিয়ে জিবলি ট্রেন্ডের মাধ্যমে যে ছবি প্রত্যেকে আপলোড করছেন, তাতে অনেকগুলি বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধুমাত্র যে বিশেষজ্ঞরাই এমন সতর্কতা দিচ্ছেন তা নয়। সম্প্রতি গোয়া পুলিশের তরফেও এমনই একটি সতর্কতা জারি করা হয়েছে। যেখানে জিবলি ট্রেন্ডে ভেসে গিয়ে ছবি আপলোডে থাকছে বেশ কিছু বিপদের আশঙ্কা।

মঙ্গলবার গোয়া পুলিশের (Goa Police) এক্স হ্যান্ডেলের তরফে জিবলি ট্রেন্ডে ছবি আপলোড নিয়ে সতর্কতা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, AI এর মাধ্যমে ছবি আপলোড করা নিশ্চয়ই মজার একটি বিষয়। তবে AI কি আপনার ব্যক্তিগত জিনিসপত্র সুরক্ষিত রাখছে, এমন প্রশ্নও তোলা হয় গোয়া পুলিশের তরফে। তাই AI এর মাধ্যমে নিজের ব্যক্তিগত ছবি আপলোড করার আগে দুবার ভাবুন বলে সাধারণ মানুষকে সতর্ক করে গোয়া পুলিশ।

আরও পড়ুন: ChatGPT Ghibli Art: 'ChatGPT তোমার দ্বারা হবে না', জিবলিতে ৩ হাত গজাল, অবাক তরুণী কী করলেন দেখুন

কীভাবে AI আপনার ব্যক্তিগত স্তরে বিপদ ঘনিয়ে আনতে পারে

যখন AI এর মাধ্যমে আপনি নিজের ছবিতে কারিকুরি করতে যাচ্ছেন, তখন আপনি নিজের ব্যক্তিগত স্তরে AI কে প্রবেশের অনুমতি দিচ্ছেন। ফলে AI নিশ্চিন্তে আপনার ব্যক্তিগত তথ্যে হাত দিয়ে সেখান থেকে ছবি বের করে নিয়ে আসছে। যা একেবারেই নিরাপদ নয় বলে মনে করছেন  বিশেষজ্ঞরা।

AI এর মাধ্যমে কোম্পানি আপনার ব্যক্তিগত ডেটায় হাত দিচ্ছে। যা আপনার ব্যক্তিগত নথিপত্রের ক্ষেত্রে একেবারেই নিরাপদ নয়।

AI সরাসরি আপনার ছবি আপলোড করছে না। জিবলি ট্রেন্ডের মাধ্যমে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে। ফলে আপনার ব্যক্তিগত ডেটা হাতে হাতে ঘুরতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ফলে মানুষ জিবলি ট্রেন্ডে ভেসে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি যেমন ব্যবহার করতে দিচ্ছে তৃতীয় কাউকে, তেমনি ব্যক্তিগত তথ্য ভাণ্ডারও খুলে দিচ্ছেন  সামাজিক প্ল্যাটফর্মে।

দেখুন কী সেই সতর্কতা...

 

ফলে জিবলি ট্রেন্ড নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে বেশ কিছু মাধ্যমে।