Microsoft (Photo Credit: X)

দিল্লি, ১০ এপ্রিল: ফের চাকরি যাওয়ার পালা (Microsoft Layoff )। এবার ফের চাকরি যাচ্ছে মাইক্রোসফট (Microsoft ) থেকে। এবার একেবারে উচ্চ পদাধিকারিকদের নয়, মাইক্রোসফটের মিডল ম্যানেজারদের চাকরি যাচ্ছে বলে খবর। বিসনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে মাইক্রোসফটে নতুন করে চাকরি যাওয়া শুরু হবে। তবে এবারে ঠিক কতজনের চাকরি যাওয়ার পথ সুগম হয়েছে মাইক্রোসফটে থেকে, সে বিষয়ে কোনও ধারনা বা ইঙ্গিত মেলেনি। ফলে খবর নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি কোন দেশ থেকে আপাতত ছাঁটাই শুরু করছে এই টেক জায়েন্ট, সে বিষয়েও কোন খবর মেলেনি।

আরও পড়ুন: Dunzo Layoffs: খরচ কমাতে নতুন করে কর্মী ছাঁটাই 'ডানজো'তে

কাদের চাকরি এবার যেতে পারে মাইক্রোসফট থেকে 

জানা যাচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার থেকে প্রোগ্রাম ম্যানেজার এবং ইঞ্জিনয়রদের চাকরি যেতে পারে এবার। তবে এই প্রোডাক্ট ম্যানেজার, প্রগ্রাম ম্যানেজার বা ইঞ্জিনিয়রদের মধ্যে থেকে কতজনকে বেছে নিয়ে তাঁদের চাকরি যাবে, সে বিষয়ে একনও পর্যন্ত কিছু জানা যায়নি।

মাইক্রোসফটের পাশাপাশি অ্যামাজ়ন বা গুগল থেকেই গত বছর বহু মানুষের চাকরি গিয়েছে। তথ্য প্রযুক্তির দুনিয়া যেহেতু বিশাল। তাই সেখান থেকে টেক জায়েন্টগুলোই আপাতত কর্মী ছাঁটাই শুরু করছে। যে ছাঁটাই প্রক্রিয়া ২০২৩ সালের শেষ থেকে শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত।

২০২৫ সালে তেমনভাবে এখনও টেক ইন্ডাস্ট্রি থেকে ছাঁটাইয়ের খবর না মিললেও, মাইক্রোসফটের খবর প্রকাশ্যে আসায়, তা যেন কার্যত তাল কাটতে শুরু করেছে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের মাঝে।