কসবায় ডিআই অফিসে শিক্ষকের ওপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠল হাওড়া ময়দান (Howrah Maidan) চত্বর। জানা যাচ্ছে, ডিওয়াএফআই ও এসএফআইয়ের নেতৃত্বে পঞ্চাননতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে এই মিছিল। তবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই মিছিল আটকানোর চেষ্টা করা হয়। নামানো হয় প্রচুর পরিমাণে ব়্যাফ। ঘটনাস্থলে ছিল পুলিশের পদস্থ কর্তারাও। তাঁদের সামনেই বিক্ষোভ দেখান বামেরা। এমনকী দুুপক্ষের মধ্যে পরিস্থিতি হাতাহাতি পর্যায়ে চলে যায়। পরবর্তীকালে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখান তাঁরা।

সংযত থেকেছে পুলিশ

তবে শুধু হাওড়া নয়, দক্ষিণ কলকাতার যাদবপুর ও উত্তর কলকাতার কলেজ স্ট্রিট চত্বরেও। সবমিলিয়ে কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্ত এদিন কসবা কাণ্ডের প্রতিবাদ ও এসএসসি দুর্নীতি নিয়ে উত্তপ্ত ছিল। তবে ডিআই অফিসে যে বিশৃঙ্খলা ঘটে সেখান থেকে শিক্ষা নিয়ে এদিন বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে দেখা গেল না পুলিশ আধিকারিকদের। সংযত অবস্থাতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন পুলিশ।

দেখুন ভিডিয়ো

কী হবে চাকরিহারাদের ভবিষ্যত?

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষাকর্মীর। যা নিয়ে বাংলাজুড়ে শুরু হয়েছে তুমুল প্রতিবাদ। একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। অন্যদিকে বিরোধীদের উপরে আঙুল তুলতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আপাতত ভবিষ্যত অন্ধকার।