Ghiblify Photo Of Woman (Photo Credit: Instagram)

দিল্লি, ২ এপ্রিল: দ্য স্টুডিয়ো জিবলি ট্রেন্ড (Ghibli ) নিয়ে মাতামাতি শুরু হয়েছে প্রায় গোটা দেশ। গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জিবলি আর্ট (Ghibli Art)। সোশ্যাল মিডিয়াতে (Social Media) কার্যত ট্রেন্ডিংয়ে চলছে এই জিবলি আর্ট। কেউ ফেসবুকের প্রোফাইল পিকচারে জিবলি আর্ট করছেন। কেউ আবার নিজের সন্তানের মুখ দেখাচ্ছেন জিবলি আর্টের সাহায্যে। টলিউডের এমন অনেক নায়িকা রয়েছেন, যাঁরা জিবলি ব্যবহার করে বন্ধুর মুখ প্রকাশ্যে আনছেন। ফলে তাঁরা বন্ধুর মুখ তো দেখাচ্ছেন, অথচ প্রেমিকরা আদতে কেমন দেখতে, তা কেউ জানতে পারছেন না। ফলে সোশ্যাল মিডিয়ার মানুষরা জিবলি আর্টে মাতোয়ারা। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকে মজেছেন জিবলির কারিকুরিতে।

আরও পড়ুন: ChatGPT Ghibli Art : সহজেই বানিয়ে ফেলুন ঘিবলি আর্ট। কিছু বিনামূল্যের ওয়েবসাইট রয়েছে যেখানে অনায়াসেই আপনি তৈরি করে নিতে পারবেন৷

তবে জিবলি আর্টের মাধ্যমে নিজেদের এবং প্রিয়জনের মুখ অনেকে দেখালেও সেখানে এবার শুরু হয়েছে গন্ডগোল। জিবলি আর্টে নিজের ছবি লাগালে, কারও মুখ হনুমানের মত হয়ে যাচ্ছে, আবার কারও ২-এর জায়গায় ৩টে হাত হয়ে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এমন কাণ্ড এবার প্রায়শয়ই সামনে আসতে শুরু করেছে।

ডক্টর স্নিগ্ধা শর্মা নামে এক তরুণী নিজের ইনস্টাগ্রামের ছবি জিবলির মাধ্যেমে পালটাতে চান। ফলে ChatGPT এর সাহায্য নিয়ে স্নিগ্ধা নিজের ছবি পালটাতে চেয়ে ফাঁপরে পড়েন। জিবলির মাধ্যমে স্নিগ্ধার মুখ তো পালটে যায় কিন্তু হাত আরও একটি হাত গজায়। অর্থাৎ ২ হাতের পরিবর্তে স্নিগ্ধার ভাগে পড়ে ৩টি হাত। তৃতীয় হাতে আবার স্নিগ্ধা  নামে ওই তরুণীকে আইসক্রিম ধরে থাকতে দেখা যায়।

ChatGPT তরুণীর ছবি জিবলিফাই করতে গিয়ে কী হাল করল দেখুন...

 

 

View this post on Instagram

 

ইনস্টাগ্রামের জিবলিফাই ছবি দেখে তো বেজায় বিরক্ত স্নিগ্ধা। ফলে 'ChatGPT তোমার দ্বারা হবে না' বলে নিজের সোশ্যাল সাইটেই পোস্ট করেন ওই তরুণী। তবে আকষ্মিকভাবে নিজের ওই নতুন হাত গজানো নিয়ে বেশ মজাও পান স্নিগ্ধা। তাই তিনি ওই ছবি পোস্ট করে প্রত্যেককে দেখাচ্ছেন বলে জানান।