Royal Challengers Bengaluru vs Delhi Capitals, IPL 2025 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ২৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ এপ্রিল মুখোমুখি হবে (RCB vs DC)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আইপিএলের চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালস একটি শক্তিশালী দল হিসেবে সামনে এসেছে। টানা তিনটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল। আসন্ন আইপিএল ফিক্সচারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়াইয়ে দিল্লি তাদের অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, চলতি মরসুমে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে আরসিবি। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় আরসিবি। বিরাট কোহলি ও রজত পাটিদারের হাফসেঞ্চুরিতে বেঙ্গালুরু মুম্বইকে ১২ রানে হারায়। RCB vs DC, IPL 2025 Winning Prediction: আরসিবি বনাম ডিসির ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫
Red 🆚 Blue.
3rd 🆚 2nd.
PUMA 🆚 PUMA.
Doesn’t get bigger than this. 🤜🤛@RCBTweets @DelhiCapitals #PUMAxRCB #PUMAxDC #RCBvDC pic.twitter.com/hqrSoo3Nqg
— PUMA Cricket (@pumacricket) April 10, 2025
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডঃ ফিলিপ সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা, রসিখ দার সলাম, স্বপ্নিল সিং, মনোজ ভান্ডেজ, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি, নুয়ান তুশারা, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা, অভিনন্দন সিং।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াডঃ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, কে এল রাহুল (উইকেটরক্ষক), অভিষেক পোরেল, সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার, করুণ নায়ার, দর্শন নালকান্দে, ডোনোভান ফেরেইরা, ফাফ ডু প্লেসিস, টি নটরাজন, ত্রিপুরানা বিজয়, দুষ্মন্ত চামিরা, অজয় যাদব মণ্ডল, মানবন্থ কুমার এল, মাধব তিওয়ারি।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ?
১০ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।