
অবশেষে আমেরিকা থেকে ভারতে আনা হল ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তাহাউর রানাকে (Tahawwur Rana)। নয়াদিল্লিতে পা রাখতেই তাঁকে হেফাজতে নিল এনআইএ। তাহাউর বিমানবন্দরে আসার আগে থেকেই ওই চত্বর খালি করে দেওয়া হয়ছিল। এমনকী পাটিয়ালা হাউস কোর্টেও তোলার আগে ফাঁকা করে দেওয়া হয় আদালত চত্বর। তাহাউরকে আদালতে তোলার আগেই আদালতে পৌঁছে গিয়েছিলেন আইনজীবীরা। এমনকী কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল গোটা আদালত চত্বর।
ভারতে আসল তাহাউর রানা
প্রসঙ্গত, গত ১৬ মে ২০২৩ ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিয়েছিল। তবে প্রত্যার্পণের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক আদালতে ঘুরেছেন তাহাউরের আইনজীবী। কিন্তু সব জায়গাতেই তা খারিজ হয়ে যায়। যার ফলে বৃহস্পতিবার তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যেই তাহাউরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র সরকার।
তাহাউরের প্রত্যার্পণকে কূটনৈতিক জয় দেখছে বিজেপি
তাহাউর রানার প্রত্যার্পণকে কূটনৈতিক জয় দেখছে বিজেপি। এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ সকলেই উচ্ছ্বসিত। তবে এই নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা। যদিও সেই মন্তব্যগুলিকে খুব একটা আমল দিতে নারাজ বিজেপি।