MS Dhoni (Photo Credit: CSK/ X)

CSK Captain MS Dhoni: তিনি অধিনায়কত্ব ছাড়তে পারেন, কিন্তু অধিনায়কত্ব তাঁকে ছাড়ে না। কথাটা আবারও প্রমাণ হল। ৪৩ বছর বয়েসে আইপিএলে নেতৃত্বে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। কনুইয়ের হাড় ভাঙায় চলতি আইপিএলে (IPL 2025) আর খেলা সম্ভব নয় ঋতুরাজ গায়কোয়েড় (Ruturaj Gaikwad)। আর তাই ঋতুরাজের অনুপস্থিতিতে, সুপার কিংসের কঠিন সময়ে চলতি আইপিএলের বাকিটা সময় ধোনিকেই অধিনায়কত্ব করতে হবে। আগামিকাল,শুক্রবার সন্ধ্যায় চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। ২০২৪ আইপিএল মরসুম শুরুর ঠিক আগে অধিনাকত্ব ছাড়লে, দলের প্রয়োজনে তিনি নেতৃত্বে ফিরছেন।

আইপিএলে অধিনায়ক ধোনির রেকর্ড

৫টি খেলে মাত্র ১টি-তে জিতে CSK-র অবস্থা এখন একেবারে খারাপ। এখান থেকে নেতৃত্বে ধোনি যদি দলকে সাফল্য এনে দিতে পারেন, তাহলে ৪৩ বছরের তরুণ মাহি বাইশ গজে ইতিহাস গড়বেন। প্রসঙ্গত, আইপিএলে ধোনি মোট ২২৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন (চেন্নাই সুপার কিংস ও পুণে সুপার জায়েন্টস)। ধোনি আইপিএলে অধিনায়ক হিসেবে মোট ১৩৩টি ম্যাচ জিতেছেন। মাহিরা নেতৃত্বে সিএসকে মোট পাঁচবার খেতবা জেতে, দশবার ফাইনাল খেলে।

আইপিএলে নেতা ধোনির প্রত্যাবর্তন

২০২৩ আইপিএলের ফাইনালে শেষবার চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি

২০২৩ সালে চেন্নাইকে আইপিএল এনে দেওয়ার পর, ২০২৪ আইপিএল থেকে আর নেতৃত্ব না দিয়ে শুধু একজন ক্রিকেটার হিসেবেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মাহি। আর তাঁর পরবির্ত চেন্নাইয় সুপার কিংসের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল ঋতুরাজ গায়কোয়েড়-কে। গতবার ঋতরাজের নেতৃত্বে খারাপ ফল হয়েছিল চেন্নাইয়ের। তবু অধিনায়কত্ব বদল হয়নি এবার। এদিকে ধোনিকে ৪ কোটি টাকা খরচ করে নিলামের আগে ধরে রাখে CSK।