ফের মা (Mother)হতে চলেছেন গওহর খান (Gauahar Khan)। লক্ষ্মীবারে খুশির খবর শোনালেন মডেল-অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) খুশির খবর (Good News)নিজেই ভাগ করে নেন গওহর। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান, স্বামী জায়েদ দরবার ও তাঁর কোল আলো করে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। এদিন পেশায় কোরিওগ্রাফার স্বামীর সঙ্গে একটি নাচের রিলস পোস্ট করে বিগ বস সিজন ৭-এর বিজয়ী লেখেন,"বিসমিল্লাহ!! আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা প্রয়োজন। ভালবাসা ছড়িয়ে দিয়ে বিশ্বকে নাচতে বাধ্য করুন।" পোস্টের শেষে জুড়ে দেন একটি লাভ ইমোজি। এই রিলসে স্পষ্ট উঁকি দিচ্ছে গওহরের বেবি বাম্প। প্রসঙ্গত, ২০২৩-এর ১০ মে প্রথম সন্তানের মা হয়েছিলেন গওহর। গওহর-জায়েদের জীবনে আসে আদরের জেহান। আগামী মে মাসে ২ বছরে মা রাখবে জেহান। তার আগেই দ্বিতীয় মাতৃত্বের কথা ঘোষণা করলেন মডেল অভিনেত্রী।
ফের মা হতে চলেছেন গওহর খান
Gauahar Khan Announces Second Pregnancy With Zaid Darbar As She Shares Dance Reel on Instagram (Watch Video)https://t.co/Gqs3whrr8k#GauaharKhan #ZaidDarbar #GauaharKhanPregnancy @GAUAHAR_KHAN
— LatestLY (@latestly) April 10, 2025