Tahawwur Rana (Photo Credit: X)

মুম্বই, ১০ এপ্রিল: মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) আনা হল ভারতে (India)। আমেরিকা (US) থেকে বিশেষ বিমানে চাপিয়ে মুম্বই  হামলার (Mumbai Attack) অভিযুক্তকে বৃহস্পতিবার দিল্লিতে নিয়ে আসা হয়। তাহাউর রানা ভারতে আসার পর তার প্রথম ছবি প্রকাশ করা হয় এনআইএ-র তরফে। তবে তাহাউর রানার মুখ কেমন, সেই ছবি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে সামনে আনা হয়নি।

২০০৮ সালে মুম্বইতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা (Pakistani Terrorist)। মুম্বই হামলার প্রধান মাস্টারমাইন্ড ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির প্রধান সহযোগী ছিল এই তাহাউর রানা। পাকিস্তানি বংশোদ্ভু তাহাউর রানা আদতে কানাডার নাগরিক। কানাডায় নাগরিক হয়েও পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ঘনিষ্ঠ তাহাউর রানাও মুম্বই হামলার পরিকল্পনায় ডেভিড কোলম্যান হেডলিকে সর্বতোভাবে সাহায্য করে।

আরও পড়ুন: Tahawwur Rana: ভারতে আনা হল তাহাউর রানাকে, দেশে আসতেই তাঁকে হেফাজতে নিল এনআইএ

তাহাউর রানার ছবি প্রকাশ করল এনআইএ...

 

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর লস্কর-ই-তইবার ১০ জঙ্গি ভারতের বাণিজ্যনগরী মুম্বইতে প্রবেশ করে। মুম্বইতে প্রবেশ করেই সেখাকার সিএসটি স্টেশন, ২টি বিলাসবহুল হোটেলে একটি ইহুদি ক্যাফেতে হামলা চালায় লস্কর-ই-তইবা। আরব সাগর দিয়ে জলপথেই ভারতের বাণিজ্যনগরীতে প্রবেশ করে পরপর হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। যে হামলায় কেঁপে ওঠে গোটা দেশ। মুম্বই হামলার জেরে জ্ব্যান্ত জঙ্গি আজমল কাসবকে পাকড়াও করা হয়। শেষে আজমল কাসবকে ফাঁসিতে ঝোলায় দিল্লি।

অন্যদিকে তাহাউর রানাকে বার বার ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও আমেরিকার তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি। অবশেষে মার্কিন সুপ্রিম কোর্টের তরফে তাহাউর রানাকে ভারতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর মোদীর মার্কিন সফরে  আদালতের নির্দেশে সিলমোহর দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।