
দিল্লি, ১০ এপ্রিল: শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পর থেকেই সে দেশে বসবাস করা সংখ্যালঘু মানুষের উপর আরও বেশি করে অত্যাচার শুরু হয়েছে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। নোবেল পেলেও ইউনুসের সময়ে যে আবার নতুন করে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে, সে বিষয়ে ভারতের তরফে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারপরও পালটায়নি ছবি। বংলাদেশের একাধিক জায়গা থেকে বিভিন্ন সময়ে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ছবি উঠে আসছে। এবার সে বিষয়ে নতুন করে সরব হলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)।
লেখিকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললেই দেখা যায়, যখন যেখানে নীপিড়িত মানুষের কণ্ঠস্বর দমনের চেষ্টা হয়েছে, তিনি সরব হয়েছেন। এবারও তার অন্যথা হয়নি। তসলিমা বলেন, বাংলাদেশকে 'হিন্দু শূণ্য' (Hindus) করার চেষ্টায় রয়েছ মহম্মদ ইউনুসের সরকার। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশে হিন্দু (Bangladeshi Hindus) নির্যাতনের বিরুদ্ধে ফের সরব হয়েছেন তসলিমা নাসরিন।
দেখুন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কী লিখলেন তসলিমা...
ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল নিয়েও উষ্মা প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, শেখ হাসিনার বাহিনীও হিন্দুদের উপর অত্যাচার করেছে। তবে ইউনুস বাহিনী সমস্ত সীমা লঙ্ঘন করেছে। যার কারণ হিসেবে মহম্মদ ইউনুসের অনুগামীদের মধ্যে 'জিহাদির' সংখ্যা বেশি বলে অভিযোগ করেন জনপ্রিয় এই লেখিকা।