PSL 2025 Captains (Photo Credit: PSL/ X)

PSL 2025 Captains: পাকিস্তান সুপার লিগ ২০২৫ (Pakistan Super League 2025) আগামীকাল (১১ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) ও লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) ম্যাচ দিয়ে শুরু হবে। লিগ পর্বে মোট ৩০টি ম্যাচ রয়েছে। এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর ১ ও এলিমিনেটর ২ হবে যথাক্রমে ১৩, ১৪ ও ১৬ মে। এরপর ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে গ্র্যান্ড ফিনালে। রাওয়ালপিন্ডিতে ১১টি ও লাহোরে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচি ও মুলতানে পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পিএসএল ২০২৫ (PSL 2025) এর সমস্ত ম্যাচগুলি আইপিএল ২০২৫ (IPL 2025) এর সাথে ওভারল্যাপ হবে। আইপিএল ২২ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে। আইপিএলের সঙ্গে ক্ল্যাশের কারণে বিদেশি ক্রিকেটার কেনায় সমস্যায় পড়ে পিএসএল। এই বছর জানুয়ারিতেই ড্রাফটে দলগুলোর স্কোয়াড ফাইনাল করেছে এবার সব দলের অধিনায়কও ঘোষিত হয়েছে। Litton Das: পিএসএলের আগে স্ত্রী কন্যার সঙ্গে পশুপতিনাথের দর্শনে লিটন দাস, দেখুন ছবি

পিএসএল ২০২৫ অধিনায়ক

বেশিরভাগ দলই আগের মরসুমের তাদের অধিনায়ক ধরে রাখলেও বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। যেমন রাইলি রুশোর (Rilee Rossouw) পরিবর্তে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators) তাদের নতুন অধিনায়ক হিসেবে সৌদ শাকিলকে (Saud Shakeel) এবং করাচি কিংস (Karachi Kings) ডেভিড ওয়ার্নারের (David Warner) হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) হয়ে শাদাব খান (Shadab Khan) এবং লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) হয়ে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন। এবারও পেশোয়ার জালমিকে (Peshawar Zalmi) নেতৃত্ব দেবেন পাকিস্তানের তারকা খেলোয়াড় বাবর আজম (Babar Azam)। মুলতান সুলতানসের (Multan Sultans) হয়ে পিএসএল ২০২৫ এর অধিনায়কত্ব করবেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সৌদ শাকিল

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি

করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, তবে ফটো সেশনে উপস্থিত ছিলেন হাসান আলি

মুলতান সুলতানসের অধিনায়ক মহম্মদ রিজওয়ান

ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান