Baba Vanga Prediction on Earthquake (Photo Credits: X)

Baba Vanga Prediction on Earthquake: হুবহু মিলে যাচ্ছে তাঁর করা একের পর এক ভবিষ্যদ্বাণী। গত কয়েক বছরে তাঁর ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। তা সে ৯/১১-র হামলা হোক কিংবা প্রিন্সেস ডায়নার মৃত্যু, বা বিশ্ব ক্ষমতা হিসাবে চিনের উত্থান। ১৯৯৬ সালে বাবা ভাঙ্গা (Baba Vanga) তাঁর মৃত্যুর আগেই এই সমস্ত কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। পরে সেই সমস্ত কিছুই সত্যি প্রমাণিত হয়েছে। ২০২৫ সাল নিয়েও বুলগেরীয় মনোবিজ্ঞানী বাবা ভাঙ্গা বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। যা ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা কী কী ভবিষ্যদ্বাণী করেছিলেন? জানুন...

১৯৯৬ সালে মারা গিয়েছিলেন বাবা ভাঙ্গা। কিন্তু মারা যাওয়ার আগে পৃথিবীর নানা কিছু নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। অনেকেই তাঁর ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস রাখেন না ঠিকই কিন্তু যে হারে একের পর এক সত্যি হচ্ছে বুলগেরীয় মনোবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী তাতে বিশ্বাস না রেখে উপায় নেই। পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছিলেন তিনি। বাবা ভাঙ্গার করা ২০২৫ সালের এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী হল, ভূমিকম্প (Earthquake)। যা লণ্ডভণ্ড করে দেবে বহু দেশকে।

সেই ভবিষ্যদ্বাণী (Baba Vanga Prediction) সত্যি করে বছর শুরু হতে না হতেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ধেয়ে আসতে থাকে ভূমিকম্পের খবর। আর সদ্য মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্প বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীকে আরও প্রকট করেছে। মায়ানমারের ৭.৭ এবং ৬.৮ মাত্রার ভূমিকম্প এবং তারপর লাগাতার আফটার শক তছনছ করে দিয়েছে গোটা দেশ। মৃতের সংখ্যা তিন হাজার পার করে গিয়েছে। সেই কম্পনের প্রভাব পড়েছে পড়শি দেশ থাইল্যান্ডে। কম্পন অনুভূত হয়েছে ভিয়েতনাম, চিন, ভারত ও পাকিস্তানেও ।

২০২৫ সাল নিয়ে আরও কিছু সাংঘাতিক ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga Prediction on 2025)। তিনি বলেছিলেন, ইউরোপে যুদ্ধ বাধতে পারে। বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। এই বছর থেকেই শুরু হবে মানবতার পতন। বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ৫০৭৯ সালে ধ্বংস হবে পৃথিবী।