
জামনগর, ৫ এপ্রিলঃ উন্নয়নশীল দেশ ভারতবর্ষে দারিদ্রতার হার চরম সীমায়। দারিদ্রতার শিকার হয়ে জীবনের কাছে হার মেনে নিত্য কত মানুষ মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। তেমনই এক ঘটনা গুজরাটের (Gujarat) জামনগর (Jamnagar)। চার খুদে সন্তান নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা। বাঁচলেন না কেউ। এক নিমেষে পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু।
গুজরাটের জামনগরে সুমরা গ্রামের বাসিন্দা ভানু বেন জীবভাই তোরিয়া (৩২) নামের ওই মহিলা শনিবার তাঁর চার সন্তান নিয়ে একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গ্রামের এক শ্মশানের কাছে একটি কুয়োর মধ্যে মৃতদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন গ্রামবাসীরা। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন পুলিশ। এলাকায় পৌঁছে পুলিশ কুয়ো থেকে দেহগুলো উদ্ধারের ব্যবস্থা করেন। মা এবং চার সন্তানকে উদ্ধারের পর হাসপাতালে আনা হলে চিকিৎসক প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। সন্তানদের নিয়ে মহিলার মৃত্যুবরণ করার কারণ নিশ্চিত করে বলতে পারছেন না পরিবারের সদস্যরা। তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ কুয়ো নাকি মৃত্যুফাঁদ! এক শিশুকে বাঁচাতে গিয়ে পর পর সাতজনের ঝাঁপ, একসঙ্গে জ্বলল আটটি চিতা
পুলিশ জানাচ্ছে, মহিলার চার সন্তানের বয়স ৩ থেকে ১০-এর মধ্যে। নিহত মহিলার এক আত্মীয় সূত্রে খবর, ওই পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। চার সন্তানকে খাওয়ানো, পড়ানো, পড়াশোনা শেখানো তাঁদের কাছে কষ্টসাধ্য হয়ে উঠেছিল। সেই হতাশা থেকে মহিলা এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।