
ইন্দোর, ৪ এপ্রিলঃ খোলা কুয়োয় খেলতে গিয়ে শিশুদের তাতে পড়ে যাওয়া এবং প্রাণনাশের প্রবণতা দিনে দিনে বেরেই চলেছে। তাও প্রশাসনের তা নিয়ে গাফিলতির অভাব নেই। তবে এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কুয়োয় একই সঙ্গে পড়ে আটজনের প্রাণ গেল। সাংঘাতিক ঘটনা খান্ডোয়া জেয়ায়।
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামজুড়ে শোকের ছায়া। কুয়োয় পড়ে যাওয়া এক শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে পর পর তাতে ঝাঁপ দিলেন গ্রামের আরও সাত জন। বাঁচলেন না কেউই। কুয়োয় পড়ে এক নিমেষে মারা গেলেন শিশু-সহ মোট ৮ জন। একসঙ্গে জ্বলল আটটি চিতা। স্বজনহারা পরিবারগুলোতে হাহাকার পড়ে গিয়েছে।
কীভাবে ঘটল এমন অঘটন?
জানা যাচ্ছে, বৃহস্পতিবার কোন্ডাবত গ্রামে উদযাপিত হচ্ছিল গাঙ্গৌর উৎসব। গ্রামে একটি বড় কুয়ো ছিল। তাঁর জল ব্যবহার হত না। কিন্তু গ্রামে পুজো-পার্বণ হলে পুজোর সামগ্রী ওই কুয়োয় ফেলা হত। গোটা গ্রাম যখন উৎসবে মেতে সেই সময়ে অসাবধানতার বশে কুয়োর মধ্যে পড়ে যায় এক শিশু। তা চোখে পড়ে এক স্থানীয়ের। শিশুটিকে বাঁচানোর জন্যে তিনিও ঝাঁপ মারেন ওই কুয়োর মধ্যে। গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন সকলে। ওই ব্যক্তি দীর্ঘক্ষণ কুয়ো থেকে উঠে আসছেন না দেখে কুয়োয় ঝাঁপ দেন আর একজন। তিনিও উঠলেন না। এইভাবে এক এক করে শিশুটিকে বাঁচাতে মোট সাতজন মৃত্যুফাঁদে ঝাঁপ দেন। বেঁচে ফিরলেন না কেউই।
দমকল এবং পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এক এক করে কুয়োর মধ্যে থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই কুয়োর মধ্যে বেশি জল ছিল না। কাদামাটি এবং পাঁকে ভর্তি ছিল তা। পুলিশের অনুমান, কাদামাটি এবং পাঁক থেকে সৃষ্টি হওয়া বিষাক্ত গ্যাস প্রাণ কেড়েছে গ্রামের আট বাসিন্দার। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত কারণ বোঝা যাবে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। এই 'অপূরণীয়' ক্ষতির জন্যে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।