![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/12/Rishabh-Pant.jpg?width=380&height=214)
দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: রিষভ পন্থের (Rishabh Pant) জীবন বাঁচানো সেই তরুণ রজত কুমার মনে পড়ছে? ২০২২ সালে যে রজত কুমার ভাঙাচোরা গাড়ির ভিতর থেকে ভারতীয় দলের ক্রিকেটার রিষভ পন্থকে বের করে আনেন এবং তাঁর প্রাণ বাঁচান। এবার সেই বছর ২৫-এর তরুণ নিজের জীবন শেষ করার চেষ্টা করলেন। প্রেমিকার সঙ্গে একযোগে বিষপান করেন রজত কুমার। প্রেমিকার সঙ্গে একযোগে আত্মহত্যার চেষ্টা করেন রজত কুমার। যদিও রজতের প্রেমিকার মৃত্যু হয়েছে এবং তিনি মৃত্যুুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতালে চলছে রজত কুমারের চিকিৎসা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরে গত ৯ ফেব্রুয়ারি এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে বলে একাধিক সংবাদ সংস্থার তরফে খবরে প্রকাশ করা হয়।
রিপোর্টে প্রকাশ, রজত কুমার এবং তাঁর বান্ধবী মানু কাশ্যপের (২১ বছর) সম্পর্ক পরিবার মেনে নিতে চায়নি। রজত, মানুর সম্পর্কে পরিবার সিলমোহর বসাতে চায়নি বলেই যুগলে ওই সিদ্ধান্ত নেন। হাসপাতালে রজতের চিকিৎসা চললেও, মানুর মৃত্যু হয় মাঝ পথেই।
যদিও মানুর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে রজত অপহরণ করে নিয়ে যান। অপহরণের পর মানুকে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মানু কাশ্যপের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
রিপোর্টে প্রকাশ, উঁচু, নীচু জাতের ছেলে, মেয়ের মধ্যে সম্পর্ক মানুর বাড়ি থেকে মেনে নেয়নি। তার জেরেই চরম পদক্ষেপ করেন রজত কুমার এবং মানু কাশ্যপ।