ভূমিকম্প (Photo Credits: PTI)

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ:  মাস দুয়েক ধরের একের পর এক কম্পন (Earthquake)। এবার কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার কাকভোরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১৫৩ কিলোমিটার উত্তরে অবস্থিত দিগলিপুর ভূকম্পন অনুভূত হল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যানুসারে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩। গতমাসেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই দিগলিপুরের কাচেই ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত ১১ জুলাই হিন্দুকুশ এলাকায় আরও একটি ভূকম্পন অনুভূত হয়। সিসোমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩। ফের একই মাত্রার কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তবে এর জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর মেলেনি। আরও পড়ুন-Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৫৬০ জন, মৃত্যু আরও ২৬ জনের

এদিকে দেশজুড়ে একের পর এক কম্পনে বেশ চিন্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির কর্তাব্যক্তিরা। কেননা হিমালয়ান রেঞ্জে যেভাবে ভূমিকম্প হচ্ছে তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা এখন না থাকলেও বড়সড় কম্পন অনুভূত হলে বিপর্যয় এড়ানো যাবে না। এই ধরনের কম্পনের জেরে ক্ষতির মুকে পড়তে পারে উত্তরের শৈল শহর সিমলা ও সমতলের দিল্লি। দুটি জায়গাই দুর্ভাগ্যজনক ভাবে বড় ধরনের ভূমিকম্পের জন্য তৈরি নয়।