
ঢাকা, ৮ এপ্রিলঃ ইজরায়েল সেনা বাহিনীর (IDF) লাগাতার হামলায় 'মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে গাজা (Gaza)। নিত্য সেখানে প্রাণ হারাচ্ছে প্যালেস্টাইনের (Palestine) সাধারণ মানুষ। যার মধ্যে সিংহভাগই শিশু এবং নারী। গাজাকে জঙ্গিমুক্ত করার অভিযান নিয়েছে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। চালিয়ে যাচ্ছে গণহত্যা। গাজা উপত্যকায় ইজরায়েলের (Israel) একের পর এক মৃত্যু হামলার প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। যুদ্ধ থামিয়ে স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে পথে নেমেছেন বাংলাদেশের জনতা। ইজরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও ক্ষোভের কোপ ফেলেছে বিক্ষোভকারীরা। প্রতিবাদ মিছিলে ইজরায়েল প্রধান নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখোশ পরে সরব হয়েছেন ক্ষুব্ধ বাংলাদেশি।
ইজরায়েল-গাজা (Israel-Gaza War) যুদ্ধ ভঙ্গের পথে না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উলটে নিজের সমর্থন দিয়েছে ইজরায়েলকে। আমেরিকার সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইজরায়েল সেনা বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের বাংলাদেশ জুড়ে মার্কিন এবং ইজরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।
ট্রাম্প এবং নেতানিয়াহুর মুখোশ পরে বিক্ষোভঃ
Its Bangladesh pic.twitter.com/0vHSmPpPKS
— Mr. X 🦅 (@adda_App) April 7, 2025
সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মিরপুর, উত্তরা-সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিক্ষোভে জড়ো হন। সিলেটে মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি এবং আন্তর্জাতিক জুতোর ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা এবং ভাঙচুর চলেছে। আরও বেশ কিছু স্থানে ভাঙচুর চলেছে এদিন। বাংলাদেশের দিকে দিকে চলা বিক্ষোভের চিত্র উঠে এসেছে সমাজ মাধ্যমে। তেমনই এক ভিডিয়োয় দেখা গিয়েছে, ইজরায়েলের পতাকা একা অন্তর্বাস পরে বিক্ষোভ দেখাচ্ছেন এক বিক্ষোভকারী।
অন্তর্বাসে আঁকা ইজরায়েলের পতাকাঃ
Bangladeshis show their abhorrence for Israel in unique ways.
Yesterday Protest in Bangladesh in solidarity with Gaza. pic.twitter.com/zjMWCQErte
— 𝐌𝐚𝐥𝐜𝐨𝐥𝐦 (@Malcolm_Pal9) April 8, 2025