PBKS vs CSK, IPL 2025: পঞ্জাবের নতুন স্টেডিয়ামে ধোনির মঞ্চে নায়ক কিংসের ওপেনার প্রিয়াংশ আরিয়া (Priyansh Arya)। মঙ্গলবার মুল্লানপুরে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪২ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে পঞ্জাব সুপার কিংসকেই একাই জেতালেন প্রীতি জিন্টার দলের নয়া তারকা প্রিয়াংশ। পঞ্জাবের কাছে ১৮ রানে হারল সিএসকে। প্রীত জিন্টার দলের করা ২১৯ রানের জবাবে চেন্নাই করল ৫ উইকেটে ২০১ রান। টানা চার ম্যাচে হেরে তলিয়ে গেল চেন্নাই। অন্যদিকে, পের জয়ের রাস্তায় ফিরলেন শ্রেয়স আইয়ার-রা। পঞ্জাবের ২১৯ রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেননি চেন্নাইয়ের দুই ওপেনার-রচিন রবীন্দ্র (২৩ বলে ৩৬) ও ডেভন কনওয়ে। কিন্তু ম্যাক্সওয়েলের বলে রবীন্দ্রর স্ট্যাম্প হওয়ার কিছুক্ষণ পরে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড়ের (১)-আউটের পর ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় সিএসকে।
কনওয়ে-দুবে চতুর্থ উইকেটে একটা চেষ্টা করেন ঠিকই, কিন্তু রানের গতি কখনই জয়ের জন্য যথেষ্ট ছিল না। কনওয়ে (৪৯ বলে ৬৯) ও শিবম দুবে (২৭ বলে ৪২)-এর আউটের পর জয়ের আশা শেষ হয়ে যায় চেন্নাইয়ের। পাঁচ নম্বরে নেমে ধোনি তিনটি ছক্কা মেরে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন।
দেখুন শেষবেলায় ধোনির ছক্কা
THALA! ™
In the slot & #MSDhoni wastes no time in dispatching it into the stands! 💛
Watch the LIVE action ➡ https://t.co/tDvWovyffE#IPLonJioStar 👉 #PBKSvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/ojCO0jH1GN
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025
প্রিয়াংশের অবিশ্বাস্য ইনিংস
মাত্র ৩৯ বলে আইপিএলে সেঞ্চুরি করে নজির গড়লেন প্রিয়াংশ (Priyansh Arya)। মঙ্গলবার মুল্লানপুরে এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাব সুপার কিংসের বাঁ হাতি ওপেনার প্রিয়াংশ ৪২ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। আইপিএলে চমকপ্রদ সেঞ্চুরি দেশের ক্রিকেটে একেবারে নতুন প্রতিভা প্রিয়াংশ আরিয়া-র। দেশের হয়ে কখনও না খেলা দ্রুততম আইপিএল সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন ২৪ বছরের দিল্লির বাঁ হাতি ওপেনার। এদিন প্রিয়াংশ একটা সময় ৩৫ বলে ৮০ রানে দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকে তিনি পরপর তিনটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্য়ে দ্বিতীয় গ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন প্রিয়াংশ।