
কলকাতা, ৮ এপ্রিল: ঠাকুরপুকুরে (Thakurpukur Accident) মদ্যপ পরিচালকের গাড়ির নীচে এক পথচারীর চাপা পড়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সান বাংলার একটি ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে যে প্রাণ যায় এবং আহত হওয়ার ঘটনা সামনে আসে, তার কড়া নিন্দা শুরু হয়েছে রাজ্য জুড়ে। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), ভাস্বর চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক টলি তারকা ঠাকুরপুুকুরের ঘটনায় নিন্দায় সরব হচ্ছেন। ঠাকুরপুকুর নিয়ে যখন রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় অপরাধীদের শাস্তির দাবি করলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
নিজের সোশ্যাল হ্য়ান্ডেলের মাধ্যমে ঠাকুরপুকুরের ঘটনায় অপরাধীদের শাস্তি চাইলেন অভিনেত্রী। শ্রীলেখা বলেন, টলি পাড়ার হোক আর যে পাড়ার হোক, অপরাধীদের শাস্তি চাই। আইনের উর্দ্ধে কেউ নয়। জীবনের দাম এত ঠুনকো নয় বলে অপরাধীদের বিরুদ্ধে ফুঁসে ওঠেন শ্রীলেখা।
ঠাকুরপুকুরের ঘটনায় শ্রীলেখা কী লিখলেন দেখুন...
এসবের পাশাপাশি শ্রীলেখা আরও বলেন, কে কীভাবে জীবনযাপন করবেন, সেটা তাঁর বিষয়। তবে ঠাকুরপুকুরের ঘটনা যেভাবে ঘটেছে, তাতে আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন অভিনেত্রী। আপনার যা ইচ্ছা করুন তাই বল মত্ত অবস্থায় গাড়ি চালানো? রাস্তায় মানুকে মেরে ফেলা? এভাবেই ঠাকুরপুকুরের ঘটনায় নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
প্রসঙ্গত সান বাংলার ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, এ কথা স্পষ্ট। ইউটিউবার স্যান্ডি সাহাও এমন জানান ঘটনার পর। তবে তিনি গাড়িতে ছিলেন না বলেও জানান স্যান্ডি। পাশাপাশি ভিক্টো যখন মদ্যপ ছিলেন তিনি যাতে গাড়ি না চালান, সে বিষয়ে জনপ্রিয় ইউবার বার বার সতর্ক করেছিলেন বলেও দাবি করেন স্যান্ডি সাহা।