Siddhanta Das, Raj Chakrabarty (Photo Credit: Facebook)

কলকাতা, ১০ এপ্রিল: ঠাকুরপুরে মত্ত (Thakurpukur Drunk Driving) অবস্থায় পরিচালকের গাড়ির ধাক্কায় ১ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সান বাংলার মেগা 'বৌমা'-র টিআরপি ভাল হতে শুরু করায়, সম্প্রতি তা 'উদযাপন' করেন পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো-সহ ( Victo) আরও বেশ কয়েকজন। কিন্তু মত্ত অবস্থা গাড়ি চালানোয় চরম দুর্ঘটনা ঘটে যায়। সিদ্ধান্ত দাসের (Siddhanta Das) গাড়ির ধাক্কায় এক পথচারীর যেমন মৃত্যু হয়, তেমনি বেশ কয়েকজন আহতও হন। যা নিয়ে ভিক্টোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু মানুষ। ভিক্টোর সঙ্গে ওই রাতে যে সঙ্গীরা ছিলেন, তাঁদেরও শাস্তি চাইছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Swastika Mukherjee On Thakurpukur Drunk Driving: 'ড্রাগস ফাগস নিস না তো?' ঠাকুরপুকুরে মত্ত পরিচালক, সঙ্গীদের কুকীর্তি নিয়ে প্রশ্ন তুলতেই স্বস্তিকাকে অশ্লীল কটূক্তি, আক্রমণ

এসবের মাঝে উঠে এল আরও একটি বিষয়। যেখানে ভিক্টোর সঙ্গে নাম জড়ানো হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) ভাগ্নির। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নির সঙ্গে সম্পর্কে ছিলেন ভিক্টো। ফলে রাজের ভাগ্নির নাম এবং ছবি নিয়ে কুৎসা করছেন বহু মানুষ। যা নিয়ে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খোলেন রাজ চক্রবর্তী।

তিনি স্পষ্ট জানান, তাঁর ভাগ্নির সঙ্গে ভিক্টোর ছবি ভাইরাল করে দেওয়া হচ্ছে। যেভাবে এই ধরনের কুৎসা করা হচ্ছে, তাতে মর্মাহত রাজ। তাঁর ভাগ্নি কি জানতেন ভিক্টো এই ধরনের কাজ করবেন বলেও প্রশ্ন তোলেন পরিচালক। তবে সমালোচনা বন্ধ হয়নি। রাজ চক্রবর্তীর ভাগ্নির নাম নিয়ে অহেতুক কুৎসা পর্ব এখনও অব্যাহত।

প্রসঙ্গত দুর্ঘটনার রাতে ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের সঙ্গে ছিলেন সান বাংলার এক আধিকারিক। সেই সঙ্গে ছিলেন অভিনেত্রী রি-ও। কেন ঋতুপর্ণা সেন ওরফে  রি-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। ফলে ঠাকুরপুকুরে মত্ত পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

ঠাকুরপুকুরে মদ্যপ পরিচালক ভিক্টোকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন টলিউড একাধিক তারকাও। যে বা যাঁরা এই ঘটনায় জড়িত, তাঁদের প্রত্যেকের শাস্তি চাইছে টলিপাড়াও। ভাস্বর চট্টোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়রা সরব হয়েছেন ভিক্টোর মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে মনাুষ খুনের ঘটনায়।