Swastika Mukherjee (Photo Credit: Facebook)

কলকাতা, ৮ এপ্রিল: সান বাংলার ধারাবাহিকের পরিচালক ভিক্টো, শ্রিয়া বসুদের নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে জুড়ে। মত্ত অবস্থায় ঠাকুরপুকুরে (Thakurpukur Drunk Driving) একজনকে চাপা দেওয়ার পর আরও বেশ কয়েকজনকে আহত করে পরিচালক সিদ্ধান্ত দাস তথা ভিক্টোর গাড়ি। কেন দোষীদের শাস্তি হবে না তা নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। সিদ্ধান্ত দাসদের গাড়ির ধাক্কায় যাঁর প্রাণ গিয়েছে এবং যে পথচারীরা আহত, তাঁরা যাতে বিচার পান, সেই দাবিতে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে ঠাকুরপুকুর ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলতে দেখা যায় অভিনেত্রীকে (Swastika Mukherjee)।

মত্ত অবস্থায় গাড়ি চালানো একটি অপরাধ। শুধু তাই নয়,গাড়ি চালিয়ে কোনও মদ্যপ চালক যদি কাউকে চাপা দেন বা আহত করেন, সেক্ষেত্রে তাঁদের ছাড় পাওয়ার কথা নয়। বিশেষ করে কলকাতায়। তাহলে কেন অভিযুক্তরা জামিন পেলেন বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা।

আরও পড়ুন: Bhaswar Chatterjee on Thakurpukur Accident: 'নেশার কবলে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রি', ঠাকুরপুকুর দুর্ঘটনা ঘিরে বিস্ফোরক মত অভিনেতা ভাস্বরের

দেখুন কী লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়...

এসবের পাশাপাশি অভিনেত্রীর পোস্টে আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসে। যা নিয়ে স্বস্তিকার অনুরাগী এবং ভক্তরা নানা মন্তব্য করলেও তার মাঝে বেশ কয়েকজনের মুখে শোনা যায় অশ্লীল কিছু বক্তব্য।

দেখুন কীভাবে অশ্লীল আক্রমণ করা হল স্বস্তিকাকে...

স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করে তিনি এখন আর 'ড্রাগস ফাগস নেন কি না', তা নিয়ে কটূক্তি ভরা আক্রমণ করেন এক ব্যক্তি। যাঁকে পালটা জবাব দেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করলে, তাঁর অনুরাগীরাও পালটা কটাক্ষ করেন ওই ব্যক্তিকে। সবকিছু মিলিয়ে ঠাকুরপুকুর ঘটনা নিয়ে কিছু লিখতেই স্বস্তিকার মত প্রথম সারির অভিনেত্রীর বিরুদ্ধে কারা এই ধরনের আক্রমণ করছেন, তা নিয়ে ওঠে প্রশ্ন।