
কলকাতা, ১০ এপ্রিল: ঠাকুরপুকুরে (Thakurpukur Drunk Driving Case) মদ্যপ পরিচালকের গাড়ি চালিয়ে খুনের ঘটনায় গর্জে উঠতে শুরু করেছে প্রায় গোটা রাজ্য। সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের তারকাও পরিচালক ভিক্টো (Victo) ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ষ শ্রীলেখা মিত্রদের পাশাপাশি এবার ঠাকুরপুকুর নিয়ে উষ্মা প্রকাশ করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরত লেখেন, যাঁরা মত্ত অবস্থায় গাড়ি চালান তাঁদের সবার সঙ্গে আড়ি। স্বামী যশের (Yash Dasgupta) সঙ্গে নিজের ছবি পোস্ট করে 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের' বিরুদ্ধে প্রতিবাদ জানান টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। পাশাপাশি গাড়ি চালানোর সময় প্রত্যেকে যাতে আরও সতর্ক থাকেন, সে বিষয়ে আ বেদন জানান যশ এবং নুসরত একযোগে।
সম্প্রতি পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি নীচে চাপা পড়ে মৃত্যু হয় এক পথচারীর। আহত হন আরও কয়েকজন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরেই সান বাংলার পরিচালক সিদ্ধান্তর গাড়ি নীচে চাপা পড়েন ওই পথচারী। দুর্ঘটনার পর আহতরাও কান্নায় ভেঙে পড়েন। যা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে।
রাতভর পার্টি করে মদ্যপ অবস্থায় ভিক্টো কেন গাড়ি চালাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন রাজ্যের মানুষ। ভিক্টোর পাশাপাশি ওই চ্যানেলের আরও এক আধিকারিককে দেখা যায় বেসামাল অবস্থায়। এমনকী দুর্ঘটনার পর ওই মহিলােকে গাড়িতে তোলার সময় তাঁর পা টলমল হয়ে যায়। এবং তিনি গাড়িতে ওঠার আগেই মাটিতে পড়ে যান। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।
সেই সঙ্গে ভিক্টো এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যাতে কড়াপদক্ষেপ করা হয়, সে বিষয়েও দাবি জানানো হয় বিভিন্ন মহলের তরফে।