
মুম্বই, ৮ এপ্রিলঃ মঙ্গলবার সকাল থেকে নেটপাড়ায় এক নতুন মুখের ছড়াছড়ি। বছর কুড়ির নওমিকা সরণের (Naomika Saran) সাম্প্রতিক মিডিয়া উপস্থিতি তাঁকে ইন্টারনেট সেনসেশন করে তুলেছে। কে এই নাওমিকা? কেন হঠাৎ তাঁর উপর এসে পড়ল প্রচারের আলো?
নওমিকা সরণ হলেন রাজেশ খান্না (Rajesh Khanna) এবং ডিম্পল কপাড়িয়ার (Dimple Kapadia) নাতনি। রাজেশ-ডিম্পলের ছোট মেয়ে রিঙ্কি খান্নার একমাত্র কন্যা। সোমবার রাতে দিদার সঙ্গে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে হাজির হন নাওমিকা (Naomika Saran)। ডিম্পলের হাত ধরে লাল গালিচায় আত্মপ্রকাশ হয় নাতনির। আর সেখানেই নজর কাড়ল রিঙ্কি-কন্যা। কালো রঙের একটি শর্ট ড্রেসে রেড কার্পেটে উপস্থিত হন নাওমিকা। সামান্য মেকআপ আর খোলা চুলেই তাক লাগিয়েছেন তিনি। রেড কার্পেটে এদিন নাওমিকার উপস্থিতি পিছনে ফেলে দিয়েছে বলিউডের বহু তারককেই। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ যেন বন্ধ হচ্ছে না রাজেশ খান্নার নাতনিকে দেখে। আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নাওমিকার ছবি, ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নাওমিকাঃ
View this post on Instagram
রাজেশ খান্না এবং ডিম্পল কপাড়িয়ার দুই কন্যা সন্তান। টুইঙ্কল খান্না (Twinkle Khanna) এবং রিঙ্কি খান্না (Rinke Khanna)। ২০০১ সালে টুইঙ্কল গাঁটছড়া বাঁধেন অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে। বিয়ে পর নিজের চলচ্চিত্র কেরিয়ার থামিয়ে দেন টুইঙ্কল। দম্পতির দুই সন্তান রয়েছে, আরভ এবং নিতারা। অন্যদিকে রিঙ্কি খান্না বলিউডে ক্যারিয়ার গড়তে ব্যর্থ হন। ২০০৩ সালে বলিউডকে বিদায় জানিয়ে ব্যবসায়ী সমীর সরণের সঙ্গে বিবাহ সেরে বিদেশে গিয়ে সংসার পাতেন টুইঙ্কলের বোন। সমীর এবং রিঙ্কির একমাত্র সন্তান নাওমিকা।
দিদার সঙ্গে রেড কার্পেটে নাওমিকাঃ
View this post on Instagram
দিদা ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে আগেও বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কিন্তু এদিনে রেড কার্পেটে তাঁর আত্মপ্রকাশের ঝলক অনবদ্য।