PBKS vs CSK IPL 2025 Live Streaming: আইপিএলে আজ, মঙ্গলবার দুই কিংসের লড়াই। পঞ্জাবের মুল্লানপুরে নতুন স্টেডিয়ামে মুখোমুখি শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দারুণ ছন্দে থাকার পর গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল পঞ্জাব। এবার ফের জয়ের পথে ফেরার চেষ্টায় শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে, নিজেদের গড় চিপকে একের পর এক হেরে ছন্দপতন হয়েছে চেন্নাইয়ের।

চলতি আইপিএলে তার পঞ্চম ম্যাচে খেলতে তৈরি ধোনি

৪টি খেলে ৩টি-তে হেরে লিগ তালিকায় এখন ৯ নম্বরে নেমে গিয়েছে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলা চেন্নাই। এবার পঞ্জাব ম্যাচ থেকেই ঘরে দাঁড়াতে চাইছেন ধোনি, জাদেজারা।

আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পঞ্জাব সুপার কিংস বনাম চেন্নাই সুপার কিংস-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ?

মঙ্গলবার, ৮ এপ্রিল পঞ্জাবের তিরারার মুল্লানপুরে আয়োজিত হবে পঞ্জাব (PBKS) বনাম চেন্নাইয়ের (CSK) মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে পঞ্জাব বনাম সিএসকে, আইপিএল ২০২৫ ম্যাচ?

পঞ্জাব কিংস (PBKS) বনাম চেন্নাই সুপার কিংস (CSK), আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?

পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network) বিভিন্ন চ্য়ানেলে সরসারি টিভিতে সম্প্রচার করা হবে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পঞ্জাব বনাম চেন্নাই, আইপিএল ২০২৫ ম্যাচ?

পঞ্জাব বনাম চেন্নাই, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।